Maruti Suzuki Discount Offer: পুজোর আগেই দারুণ অফার দিচ্ছে মারুতি। মারুতির প্রায় সব মডেলেই পাবেন আকর্ষণীয় ছাড়। দেখে নিন কোন মডেলে কত টাকা ছাড় দিচ্ছে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা।আপনিও যদি শীঘ্রই একটি নতুন মারুতি গাড়ি কিনতে চান, তহালে হাতছাড়া করবেন না এই সুযোগ।


Maruti Suzuki Alto
কোম্পানি এই হ্যাচব্যাক গাড়িতে ১০,০০০ এর এক্সচেঞ্জ বোনাস ও ৪,০০০ টাকার ISL অফার সহ ৮০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে। যদিও এর CNG ভ্যারিয়েন্টে কোনও অফার প্রযোজ্য হচ্ছে না।


Maruti Suzuki Celerio
Maruti Celerio ১০,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় ও ১৫০০০ টাকার এক্সচেঞ্জে ছাড় দিচ্ছে। তবে CNG ভ্যারিয়েন্টে কোনও ছাড় দিচ্ছে না কোম্পানি।


Maruti Suzuki S-Presso
Maruti Suzuki তার S-Presso মডেলে ৩৫,০০০ পর্যন্ত নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস হিসাবে ১৫০০০ টাকা ছাড় ও নির্বাচিত ভ্যারিয়েন্টগুলিতে ৪০০০ টাকা পর্যন্ত ISL অফার দিচ্ছে। এই অফারটি গাড়ির বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হতে পারে।


Maruti Suzuki Wagon R
Maruti Suzuki ১০,০০০ টাকার নগদ ছাড়, ১৫,০০০ টাকার বিনিময় বোনাসের পাশাপাশি তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি WagonR-এ ৫০০০ টাকার ISL ছাড় দিচ্ছে৷ এই গাড়ির CNG ভ্যারিয়েন্টে ১০,০০০ টাকার নগদ ছাড় পাওয়া যাচ্ছে।


Maruti Suzuki Swift
Maruti Swift-এর ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে ২০,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে। এছাড়াও, Maruti তার DZire-এ ৫০০০ টাকা নগদ ছাড়, ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৩০,০০০ টাকার ISL অফার দিচ্ছে।