Maruti Suzuki Grand Vitara Launched: সব জল্পনার অবসান। ভারতের বাজারে প্রকাশ্যে এল মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা (Maruti Suzuki Grand Vitara)। টয়োটার আরবান ক্রজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি। ১১,০০০ টাকা দিয়ে বুক করা যাবে এই নতুন মডেল।
Maruti Suzuki Grand Vitara: গ্র্যান্ড ভিটারা থেকে পাবেন দারুণ মাইলেজ
গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধনে মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসাশি তাকাউচি বলেন, "গ্র্যান্ড ভিটারা একটি মাঝারি আকারের এসইউভি, যা নেক্সা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। মারুতি সুজুকির এই গাড়িতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন।'' তাকাউচির দাবি, মারুতির এই নতুন হাইব্রিড এসইউভির মাধ্যমে লিটারে ২৭.৯৭ কিমি মাইলেজ দেবে। একবার ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে এই এসইউভি ১২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
2022 Grand Vitara: প্যানোরামিক সানরুফ গ্র্যান্ড ভিটারায়
নতুন গ্র্যান্ড ভিটারা তার সেগমেন্টে সবচেয়ে বড় প্যানোরামিক সানরুফ পাবে। অন্যান্য এসইউভির তুলনায় যা একে এক ধাপ এগিয়ে রাখে। এর আগে ব্রেজাতে মারুতির প্রথম সানরুফ দেওয়া হয়েছে। এটি মারুতির প্রথম এসইউভি যাতে প্যানোরামিক সানরুফ থাকবে। এছাড়াও এই গাড়িতে দেওয়া হয়েছে অল হুইল ড্রাইভের অপশন।
Maruti Suzuki New Cars: এই বিশেষ বৈশিষ্ট্য থাকবে গাড়িতে
বিশ্বব্যাপী সুজুকির অল-গ্রিপ AWD সিস্টেম পাওয়া যায়। এবার গ্র্যান্ড ভিটারাতেও পাওয়া যাবে এই সুবিধা। এটি ড্যাশবোর্ডে ডায়ালের সাহায্যে ব্যবহার করা যেতে পারে। এর সাহায্যে বিভিন্ন মোড নির্বাচন করতে পারবেন চালক। এছাড়াও সিস্টেমটি বরফ, স্পোর্ট ও অটো মোডের মতো বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী চার চাকায় শক্তি পাঠাবে। অফ-রোডিংয়ের সময় টায়ারগুলিও লক করা যেতে পারে এই সিস্টেমে। গ্র্যান্ড ভিটারা একটি ৩৬০-ডিগ্রি পার্কিং ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ সহ একটি ৯-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন পেয়েছে।
2022 Grand Vitara: কী ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে ?
গ্র্যান্ড ভিটারায় একটি AWD সিস্টেম, 2WD সহ ম্যানুয়াল ১.৫ পেট্রল ইঞ্জিন, প্যাডেল শিফটার সহ একটি ৬স্পিড অপশনাল অটো গিয়ারবক্স পাওয়া যাবে। ম্যানুয়ালটি একটি ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে পাবেন ক্রেতা। দ্বিতীয় ভ্যারিয়েন্টে ১.৫ লিটার ইঞ্জিন ও eCVT গিয়ারবক্স সহ একটি শক্তিশালী হাইব্রিড থাকবে। Toyota Hyryder এর মতো এটি শুধুমাত্র বৈদ্যুতিক মোডে চালানো যাবে।