Stock Market Today: দেশের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি Maruti Suzuki-এর স্টক মঙ্গলবারের ট্রেডিং সেশনে তীব্র গতি ধরেছে। 9 জুলাই, 2024-এর ট্রেডিং সেশনে মারুতি সুজুকির স্টক 7 শতাংশ বা 856 টাকার লাফ দিয়ে 12,959.95 টাকায় পৌঁছেছে৷ 


কী কারণে এই স্টক বৃদ্ধি
কোম্পানির স্টক বৃদ্ধির কৃতিত্ব উত্তরপ্রদেশের যোগী সরকারের ওপর বর্তায়। হাইব্রিড গাড়ির রেজিস্ট্রেশনের ওপর আরোপিত কর সংক্রান্ত সিদ্ধান্তের জন্যঅ এই দামে বৃদ্ধি । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার হাইব্রিড গাড়ির উপর আরোপিত রেজিস্ট্রেশন কর সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যা উত্তরপ্রদেশের শিল্পের পরিবেশের জন্য ভাল বলে মনে করছে শিল্পমহল।


Maruti Suzuki Stock Price: হাইব্রিড গাড়ির দাম কমবে ইউপিতে
যোগী সরকারের এই সিদ্ধান্তের পরে উত্তরপ্রদেশে হাইব্রিড গাড়ির দাম কমার আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে, রাজ্যে বিক্রি হওয়া ছোট থেকে বড় হাইব্রিড গাড়ির দাম 50,000 টাকা থেকে কমে 3.50 লক্ষ টাকা হতে পারে। যোগী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে মারুতি সুজুকি, যাদের ফোকাস হাইব্রিড গাড়িতে বেশি। কোম্পানির হাইব্রিড গাড়ির দাম কম হলে তা বিক্রি বাড়াতে সাহায্য করবে, যা সরাসরি কোম্পানির ব্যালেন্স শিটে প্রভাব ফেলবে।


Maruti Suzuki Stock Price: মারুতি সুজুকির স্টকে দুরন্ত গতি
উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের কারণে মারুতি সুজুকির স্টকে দারুণ গতি দেখে গেছে। আগের সেশনে স্টকটি 12,104 টাকায় বন্ধ হয়েছিল। এটি মঙ্গলবার সেশনে 12,325 টাকায় খুলেছে এবং 7 শতাংশ লাফ দিয়ে 12,960 টাকার কাছাকাছি পৌঁছেছে। Marut Suzuki এর মার্কেট ক্যাপ 4 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। 2024 সালে, মারুতি সুজুকির শেয়ার 25 শতাংশ বৃদ্ধি পেয়েছে।


টয়োটা ও হোন্ডাও লাভবান হবে
উত্তরপ্রদেশ সরকার 10 লক্ষ টাকার কম দামের গাড়ির উপর 8 শতাংশ রোড ট্যাক্স এবং 10 লক্ষ টাকার বেশি দামের গাড়ির উপর 10 শতাংশ ট্যাক্স ধার্য করে। এই বছরের শুরুতে, উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন কর শূন্য করে দিয়েছিল। মারুতি সুজুকি ছাড়াও উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে টয়োটা এবং হোন্ডা, যাদের হাইব্রিড মডেল বাজারে পাওয়া যাচ্ছে।


এবার ভারতে তার প্রথম গাড়ি (Cars) দেখাতে চলেছে শাওমি (Xiaomi EV)। তবে দেশের বাজারে দেখালেও এই ইলেকট্রিক কার (Electric Car) ভারতের বাজারে এখনই আনছে না কোম্পানি।


আরও পড়ুন Xiaomi SU7: মোবাইল কোম্পানি শাওমি আনছে গাড়ি, কেমন দেখতে , ভারতে আসছে কবে ?