Microsoft Layoffs: কর্মী ছাঁটাই (Layoffs) প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে মাইক্রোসফট (Microsoft) কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের সমগ্র ওয়ার্ক ফোর্সের (Work Force) ৫ শতাংশ কমানো হবে। প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই কর্মীদের ছাঁটাই সম্পর্কিত নোটিস পাঠানো শুরু হয়ে গিয়েছে। এটাই প্রথম নয়, গতবছরও মাইক্রোসফট সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছিল। চলতি বছর যে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই হবে ব্যাপক হারে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে প্রায় ১১ হাজার কর্মী চাকরি খোয়াতে পারেন। তবে মাইক্রোসফট সংস্থার সিইও সত্য নাদেল্লা আনুষ্ঠানিক ভাবে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করার পর থেকে শোনা যাচ্ছে, প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন। মূলত হিউম্যান রিসোর্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ছাঁটাই হবে বলে শোনা গিয়েছে। মাইক্রোসফটের কর্মী ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়বে বলে আশঙ্কা রয়েছে। তবে এক্ষেত্রে কতজন চাকরি খোয়াতে পারেন সেই বিষয়ে স্পষ্ট এবং সুনিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। 


মাইক্রোসফটের আগে অ্যামাজন, ট্যুইটার, মেটা- এই সমস্ত বড় বড় টেক জায়ান্টও কর্মী ছাঁটাই করেছে ব্যাপক হারে। আর গতবছর থেকেই মূলত এই ট্রেন্ড শুরু হয়েছে। গতবছর অক্টোবর মাসে ট্যুইটারের হাত ধরেই শুরু হয়েছিল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। অক্টোবর মাসের শেষে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের দায়িত্ব নেন ইলন মাস্ক। তারপর প্রথমেই একধাক্কায় প্রচুর কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। গত পাঁচমাস ধরে বিভিন্ন মার্কিন টেক জায়ান্ট ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, অর্থনীতির ধীর গতি, কোভিডকালে অতিরিক্ত কর্মী নিয়োগের মতো বিষয়কে দায়ী করেছে সংস্থাগুলি। অন্যদিকে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আশার কথাও শুনিয়েছেন সত্য নাদেল্লা। তিনি জানিয়েছেন, সংস্থার যেসমস্ত জায়গায় নতুন নিয়োগ করা হলে কোম্পানির লাভ হবে, সেইসব ক্ষেত্রে নিয়োগ চালু থাকবে। পাশাপাশি মাইক্রোসফট সংস্থার এইসব দিকগুলো নিয়ে ভাবনাচিন্তাও করবে কর্তৃপক্ষ।


Amazon Employee Layoff: ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। এবারের ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী।