Layoff News: বিশ্বের টেক জায়ান্ট মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভূত সিইও সত্য নাদেলা সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন আর এই ঘটনার এক সপ্তাহও পেরিয়ে যায়নি। তার মধ্যেই নতুন করে কর্মী ছাঁটাইয়ের (Layoff News) সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে গ্রামীণ ভারতের ৫ লক্ষ মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (Microsoft Layoff) প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন। আর এর সঙ্গেই খারাপ খবর এসেছে। ১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থা।


পারফরম্যান্সের ভিত্তিতে হবে কর্মী ছাঁটাই


মাইক্রোসফট এই সংস্থার এক শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সারা বিশ্বজুড়ে এই সংস্থার মোট ২ লক্ষ ২৮ হাজার কর্মী রয়েছে। এভাবে আনুমানিক ২৩০০ কর্মীকে আবার ছাঁটাইয়ের দিকে হাঁটছে মাইক্রোসফট। যে সমস্ত কর্মীদের পারফরম্যান্স ঠিক নেই, তাদেরকেই ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সিকিউরিটি সহ আরও বহু বিভাগের কর্মীরা এই ছাঁটাইয়ের কোপে পড়বেন বলে জানা গিয়েছে। মাইক্রোসফটের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন যে সংস্থা আরও উচ্চ প্রতিভার খোঁজ করছে।


মাসের পর মাস ধরে তৈরি হয়েছে রিপোর্ট


কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করার আগে সংস্থার ম্যানেজাররা পারফরম্যান্স রিপোর্ট তৈরি করতে মাসের পর মাস কাটিয়েছেন। এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যে কর্মীদের ছাঁটাই করা হবে, তাদের জায়গায় নতুন কর্মী নিয়োগ করা হবে। তবে বিশ্বজুড়ে মাইক্রোসফটের ওয়ার্কফোর্স একই থাকবে। তবে এর আগেও মাইক্রোসফট কর্মী ছাঁটাই করেছিল। ২০২৩ সালে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা। এর অধীনে গেমিং জোন এক্সবক্সেও ছাঁটাই করা হয়েছিল।


গুগল তার বিজ্ঞাপনের মাধ্যমের কেনাকাটা করার ক্ষেত্রে ক্রমেই মেশিন লার্নিং উপর ভরসা করতে শুরু করেছে। বছরের পর বছর ধরে টেক জায়ান্ট এই গুগল সংস্থা তাদের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাইছে। এআই চালিত ডিজাইন করার দিকে ঝোঁক বাড়ছে গুগলের যা কিনা তাদের বার্ষিক আয়েও দৃষ্টান্ত রাখবে। গুগলের দাবি, এর মাধ্যমে তাদের আনুমানিক আয় দশ বিলিয়ন ডলার বাড়তে পারে। এই সব টুলগুলির দক্ষতা, ন্যূনতম কর্মী নিয়োগ এবং বেশি মুনাফার অঙ্কের ছকে হাঁটছে গুগল। এই কারণে ২০২৩ সালে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে সংস্থা।


আরও পড়ুন: Mahindra Thar: মহিন্দ্রা থার নিয়ে রাস্তায় বেরোতেই ১ লাখেরও বেশি জরিমানা, কী করেছিলেন চালক ?