Bonus 2023 : দীপাবলিতে কেন্দ্রীয় কর্মীদের বড় উপহার দিল মোদি সরকার। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দীপাবলি উপলক্ষে বোনাস ঘোষণা করেছে সরকার। এর আওতায় গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীরা ৩০ দিনের বেতনের সমান টাকা পাবেন।


অর্থ মন্ত্রক দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (অ্যাড-হক বোনাস) দেওয়ার ঘোষণা করেছে। নন-গেজেটেড কর্মচারী (নন গেজেটেড এমপ্লয়িজ) যারা কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-এর অধীনে পড়েন, যারা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই, তাদেরও এই বোনাস দেওয়া হবে। অ্যাডহক বোনাসের সুবিধা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীরাও পাবেন।


আরও কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে?
সূত্রের খবর, মোদি মন্ত্রিসভা কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতাও বাড়াতে পারে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বেড়ে ৪৬ শতাংশ হতে পারে। বুধবার ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


Bank Fixed Deposit Rates: SBI, PNB,HDFC, ICICI ! কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ?