NPS Update: জাতীয় পেনশন ব্যবস্থার উন্নতির জন্য অর্থ সচিবের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠনের ঘোষণা করেছে মোদি সরকার। এই পরিস্থিতিতে মোদি সরকার অষ্টম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। 


রাজধানীর রাজনীতিকরা মনে করছেন, ২০২৩ সালেই অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে। ২০১৩ সালে বেতন কমিশন গঠিত হয়েছিল। পরবর্তীকালে ২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করা হয়। নতুন বেতন কমিশনের সুপারিশগুলি প্রতি ১০ বছর পর প্রয়োগ করা হয়ে থাকে।


Salary News: কবে হবে অষ্ঠম বেতন কমিশন ?
গত বছর ২০২২ সালের অগস্টে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অর্থমন্ত্রীকে। মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দেবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল নির্মলা সীতারামনের কাছে। সেই সেময় তিনি জানান, ২০২৩ সালেই বেতন কমিশন গঠন করা হবে। যদিও পরবর্তীকালে এই বিষয়ে নতুনভাবে নিশ্চিত করেননি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের কাছে নেই। প্রশ্নোত্তর পর্বে করা প্রশ্নের লিখিত জবাবে এই কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। 


এর আগে লোকসভায় অর্থ বিল পাশ হওয়ার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকারি কর্মচারীদের জন্য জাতীয় পেনশন ব্যবস্থা আরও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য তারা অর্থসচিবের সভাপতিত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। 


NPS Update: লোকসভা ভোট হতে পারে বড় বিষয়
২০২৪ সালের লোকসভা নির্বাচন আর মাত্র এক বছর বাকি। এই সময় সরকারি কর্মচারীদের ভোট শাসক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে জাতীয় পেনশন ব্যবস্থার উন্নতির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। এই পরিস্থিতিতে মোদি সরকারও অষ্টম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিতে পারে বলে মনে করা হচ্ছে।


নতুন করে লোকসভা নির্বাচনের আগে বেতন কমিশন গঠন না করে সরকারি কর্মচারীদের অসন্তোষের মুখ পড়তে চায় না সরকার। সেই ক্ষেত্রে বিরোধী দলগুলি এটাকে এনপিএসের মতো বড় নির্বাচনী ইস্যুতে পরিণত করতে পারে। ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র ও বিরোধী দল শাসিত রাজ্যগুলির মধ্যে দ্বন্দ্ব ছিল। হিমাচল প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা হয়েছিল। এর পরে সরকার এনপিএস পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছে। সেই কারণেই সরকার অষ্টম বেতন কমিশনও গঠন করতে পারে বলে অনুমান করা হচ্ছে।


8th Pay Commission: নতুন বেতন কমিশন গঠনে কী নিয়ম ?
১৯৪৭ সাল থেকে অনেক বেতন কমিশন গঠিত হয়েছে। সরকার প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। যার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বাড়ানো হয়। সপ্তম বেতন কমিশন ২৪ ফেব্রুয়ারি ২০১৪-এ ইউপিএ সরকার গঠন করেছিল। ২০০৬ ও ২০১৬ সালে, ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। পরবর্তীকালে সরকারগুলি এটি গ্রহণ করে বেতনও বৃদ্ধি করেছিল। 


আরও পড়ুন : Cyber Fraud: আপনার অ্যাকাউন্টও হ্যাক হতে পারে, যদি না মানেন এই পরামর্শ