Mother Dairy Price Drops : এবার কম দামে পাবেন দুধ (Milk Price)। জিএসটি সংস্কারের (GST 2.0) পর সুষম খাদ্যের দাম কমাল মাদার ডেয়ারি (Mother Dairy)। প্যাকেটে ২ টাকা সস্তা হয়েছে দুধ। জেনে নিন, কোন প্যাকেটের দাম কত হয়েছে।   

এই জিনিসগুলির দাম কমছেজিএসটি সংস্কারের পর উপভোক্তাদের জন্য এল সুখবর । মাদার ডেয়ারি জানিয়েছে-তারা সরকারের জিএসটি ২.০ সংস্কারের পর দুধ ও খাদ্যপণ্যের দাম কমাচ্ছে। ব্র্যান্ড জানিয়েছে, নতুন দাম ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কত শতাংশ জিএসটিবর্তমানে জিএসটি সংস্কারের ফলে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর কর কমেছে। এই হ্রাসের ফলে মাদার ডেয়ারি জানিয়েছে- তাদের পুরো পণ্যগুলি এখন শূন্য-কর বিভাগের অধীনে অথবা সর্বনিম্ন ৫% স্ল্যাবের আওতায় পড়ে।

আরও কী কী পণ্য়ের দাম কমছেএই জিএসটি সংস্কারের ফলে পনির, মাখন, ঘি, মিল্কশেক ও আইসক্রিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমছে। উদাহরণস্বরূপ, ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম এখন ৩০৫ টাকার পরিবর্তে ২৮৫ টাকা হবে। এর পাশাপাশি বাটারস্কচ কোন আইসক্রিমের দাম ৩৫ টাকা থেকে কমে ৩০ টাকা হয়েছে।

কোন দুধের দাম কমবে নাতবে মনে রাখাবেন, আপনার রেগুলার পাউচ দুধের দাম কমছে না। কারণ এটি সর্বদা জিএসটি মুক্ত ছিল। এই হার আল্ট্রা হাই টেম্পারেচার (UHT) দুধের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করা হয়েছে।

মাদার ডেয়ারি কী বলেছেএই বিষয়ে মাদার ডেয়ারি বলেছে, "প্রতিদিনের পলিপ্যাক দুধ (ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ, ইত্যাদি) সর্বদা GST থেকে মুক্ত ছিল। এখনও এই ধরনের দুধের তেমনই প্রাইস রয়েছে। এর MRP-তে নতুন করে কোনও প্রভাব পড়বে না।"

কী বলছে আমূলআমুল ইতিমধ্যেই এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। দুধের সমবায় সংস্থা জানিয়েছে- তারা পাউচ দুধের দাম কমাবে না, কারণ এর ওপর কখনও কোনও কর আরোপ করা হয়নি।

বর্তমানে GST ২.০ এর অধীনে পণ্যের দাম কমানোর জন্য মাদার ডেয়ারি প্রথম বড় পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা অন্যান্য FMCG মেজর কোম্পানিগুলিও তা অনুসরণ করবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছেন।

এই নতুন জিএসটি হার ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই তারিখের পরে আমূল, মাদার ডেয়ারি সহ সমস্ত প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম নতুন জিএসটি মুক্ত হারে নির্ধারণ করা হবে, ফলে বাজারে দুধের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।