সরকারি টেলিকম সংস্থা মহানগর টেলিকম লিমিটেড বড়সড় ঋণের দায়ে জর্জরিত। সংস্থা তাদের এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে তারা বর্তমানে আর্থিক সঙ্কটের মুখোমুখি। সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া ৮৫৮৫ কোটি টাকার ঋণ এবং তার সুদ শোধ করতে পারেনি। ডিফল্টার হয়ে গিয়েছে এই সংস্থা।

সংস্থার শেয়ারে কী হাল

গতকাল মঙ্গলবার একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে এমটিএনএল জানিয়েছে যে তারা কিছু বড় বড় সরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে। এখন তারা সুদ সহ পুরো টাকা শোধ করতে ব্যর্থ হয়েছে। এই খবর জানানোর পরেই এমটিএনএলের শেয়ারের দাম পড়তে শুরু করে। এই শেয়ারের দাম গতকালের বাজারে ৪.৮০ শতাংশ কমে, ৪৯.৪৯ টাকায় বন্ধ হয়েছিল। তবে আজ আবার এই শেয়ারের দাম ১.৪২ শতাংশ বেড়ে ৫০ টাকার উপরেই বন্ধ হয়েছে। দেখা গিয়েছে গত ৫ বছরে এই সংস্থার স্টকে বিনিয়োগকারীরা ৩৯২ শতাংশ রিটার্ন পেয়েছে। আর গত ৬ মাসে এই সংস্থার স্টকে রিটার্ন এসেছে ১০ শতাংশের বেশি। তবে এই স্টক এর সর্বোচ্চ স্তর থেকে ৭২ শতাংশ নিচে ট্রেড করছে এখন।

এই ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিয়েছে সংস্থা

এমটিএনএল যে সমস্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে তাদের মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইত্যাদি। সংস্থা জানিয়েছে যে ২০২৪ সালের অগাস্ট মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সংস্থা ব্যাঙ্কের ঋণ শোধ করেনি। মোট বকেয়া টাকা রয়েছে ৭৭৯৪.৩২ কোটি টাকা। আর এই বকেয়ার উপরে ৭৯০.৫৯ কোটি টাকার সুদও দেওয়া বাকি রয়েছে এমটিএনএলের।

এই ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে সর্বাধিক ঋণ

এই সংস্থার বকেয়া ঋণের মধ্যে সবথেকে বেশি অঙ্কের বাকি রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই ব্যাঙ্ক থেকে সংস্থা নিয়েছে ৩৭৩৩.২২ কোটি টাকা, এরপরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে ২৪৩৪.১৫ কোটি টাকা। সরকারের তরফে এর আগেও সংস্থাটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল কিন্তু যেভাবে ঋণের বোঝা উত্তরোত্তর বেড়ে চলেছে তাতে এই ঋণ পুনরুদ্ধার করা মুশকিল হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)