JIO World Plaza : বিলাসবহুল শপিং মল (Shopping Mall) হলেও অন্য দোকানের থেকে অনেক আলাদা। এই মলের দোকানভাড়া শুনলে চমকে উঠবেন আপনি। জানেন, মাসে ২০, ৩০ লাখের থেকে ভাড়া বেশি এথানে।


অম্বানিদের নাম জুড়তেই এত দাম


মুম্বাইতে রয়েছে এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান বিলাসবহুল ব্র্যান্ডের সেরা শোরুম। এই শহরে এমন একটি মল আছে, যেখানে দোকানের ভাড়া শুনলে চমকে উঠবেন আপনি। এই মলের নাম Jio World Plaza। এটি তৈরি করেছেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানির কোম্পানি। রিপোর্ট বলছে, এই মলে অনেক শো-রুম রয়েছে যেগুলি ৪০ লক্ষ টাকা পর্যন্ত মাসিক ভাড়া দেয়। এখানেই শেষ নয়, Jio World Plaza-র আয়েরও একটি অংশ দিতে হয় শোরুম মালিকদের।


JIO World Plaza : এই শপিং মলটি কোথায় রয়েছে
অম্বানি পরিবারের এই Jio World Plaza মলটি মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে রয়েছে। ইটি নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের খুচরো দোকানের ভাড়া এখানে আকাশচুম্বী। এখানে অনেক শোরুম আছে, যেগুলি প্রতি মাসে ৪০ লাখ টাকা ভাড়া দেয়।


কী বলছে ফোর্বস


ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯২ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে মুকেশ অম্বানির। ভারতে ব্যবসার জগতে সমৃদ্ধির শিখরে বসে আছেন তিনি। সেই কারণে এই মলে কোম্পানিগুলি ভাড়া নেওয়ার জন্য সব রেকর্ড ভেঙে দিচ্ছে। Jio ওয়ার্ল্ড সেন্টারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে, মুকেশ অম্বানি ২০২৩ সালে দেশ ও বিশ্বের ধনীদের জন্য Jio World Plaza তৈরি করেন। এটি দেশের ব্যয়বহুল ফ্যাশন ব্র্যান্ড কেনার সবচেয়ে বড় জায়গা।


JIO World Plaza : সবচেয়ে বেশি ভাড়া দেয় কারা
ফ্রেঞ্চ ফ্যাশন জায়ান্ট লুই ভিটন আইকনিক হ্যান্ডব্যাগ, লাগেজের জন্য বিখ্যাত। এই কোম্পানির শোরুম রয়েথে ওয়ার্লড প্লাজায়। ৭,৪৬৫ বর্গফুট শোরুমের জন্য কোম্পানি ৪০ লাখ ৫০ হাজার টাকা দেয়। বিলাসবহুল ফ্যাশন হাউস Dior তার ৩,৩১৭ বর্গ ফুটের দুটি ইউনিটের জন্য ২১ লাখ ৫৬ হাজার টাকা মাসিক ভাড়া দেয়। বিশ্ব বিখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড Balenciaga Jio World Plaza-এ তার প্রথম স্টোর খুলেছে এখানে। এই কোম্পানির মাসিক ভাড়াও গুণতে হয় ৪০ লাখ টাকা। 


আরও পড়ুন এখানে :  Insurance Policy: ৪৫ পয়সায় ১০ লাখের বিমা কভারেজ, দেশের সবচেয়ে সস্তা ইনস্যুরেন্স পলিসি