Reliance Industries : আগামী এক দশকের মধ্যেই বদলে যাবে ভারতের মিডিয়া ও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। বর্তমান মূল্যের চারগুণ বৃদ্ধি পাবে এই শিল্প। ২৮ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়নে রূপান্তরিত হবে এই ইন্ডাস্ট্রি। অন্তত তেমনই মনে করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। বৃহস্পতিবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) ২০২৫-এর মঞ্চে তাঁর দৃষ্টিভঙ্গি সামনে আনেন তিনি।

এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীএদিন পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা সত্ত্বেও অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে আমরা সত্যিই ধন্য ও সম্মানিতবোধ করছি। আমরা আপনার অসাধারণ দায়িত্ব সম্পর্কে অবগত। বিশেষ করে পহেলগাঁওয়ে সাম্প্রতিক বর্বরোচিত সন্ত্রাসী হামলার পরে, এখানে আসার জন্য ধন্যবাদ। আপনার এখানে আসা সমাজে একটি শক্তিশালী বার্তা পাঠাবে।” 

পহেলগাঁও হামলার শোক প্রকাশএদিন কাশ্মীরে জঙ্গি হামলার শোক প্রকাশ করে মুকেশ অম্বানি বলেন, “এখানে সমবেত আমরা সকলেই নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। মোদিজি শান্তি, ন্যায়বিচার ও মানবতার শত্রুদের বিরুদ্ধে এই লড়াইয়ে ১৪৫ কোটি ভারতীয়র পূর্ণ সমর্থন পাবেন। ওদের পরাজয় নিশ্চিত। ভারতের জয়ও নিশ্চিত।”

এক দশকে প্রায় চারগুণ বাড়বে মিডিয়া ইন্ডাস্ট্রি এদিনের অনুষ্ঠানে আগামীর ভারত নিয়ে ভবিষ্যদ্বাণী করেন মুকেশ অম্বানি। তাঁর মতে, ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পের সম্ভাব্য মূল্য আগামী দশকে ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বর্তমান আনুমানিক ২৮ বিলিয়ন ডলারের আকার থেকে প্রায় চারগুণ বেশি।

ডিজিটাল রূপান্তর সম্ভবওয়েভস ২০২৫ শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে অম্বানি ভারতকে একটি ডিজিটাল-ফার্সট দেশে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব দেন। তিনি বলেন, "মোদিজির দূরদর্শী নেতৃত্বে ভারত একটি শীর্ষস্থানীয় ডিজিটাল কমিউনিটিতে পরিণত হয়েছে।"

১ মে থেকে ৪ মে পর্যন্ত অনুষ্ঠিত চার দিনের WAVES 2025 শীর্ষ সম্মেলনে ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পের বৃদ্ধির কৌশল খোঁজা হবে। এর জন্য জন্য ইন্ডাস্ট্রির লিডারদের আহ্বান জানানো হয়েছে।