Stock Market: মাল্টিব্যাগার শেয়ারের ছড়াছড়ি বাজারে। বহু এমন শেয়ার আছে, যেখানে খুব কম সময়ে চমকে দেওয়া মুনাফা মিলেছে বিনিয়োগকারীদের। এর মধ্যে অন্যতম একটি স্টক হল হাজুর মাল্টি প্রজেক্টস সংস্থার (Hazoor Multi Projects) শেয়ার। বিগত কয়েক বছরে চমকে দেওয়া রিটার্ন এসেছে এই স্টকে। একসময় ৫ টাকার থেকেও এর দাম কম ছিল, আর এখন এই শেয়ারের দাম (Multibagger Stock) ট্রেড করছে ৩৫৪ টাকায়। বিগত পাঁচ বছরেই ১.৫ টাকা থেকে ৩৫৪ টাকায় উঠে এসেছে হাজুর মাল্টি প্রজেক্টসের স্টক। অর্থাৎ ৫ বছরে বিনিয়োগকারীরা পেয়েছেন ২৩ হাজার ৮০০ শতাংশ রিটার্ন। আর এই চমকে দেওয়া গ্রোথের কারণে এতে দীর্ঘমেয়াদে আরও উচ্চতা দেখা যেতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই স্মলক্যাপ স্টকের বাজার মূলধন ৫ বছরে বেড়ে এখন ৫৩৭ কোটি টাকায় পৌঁছেছে।


বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এই শেয়ার মাত্র এক মাসের মধ্যেই ৩৪৪.৬০ টাকা থেকে ৩৫৪ টাকায় উঠে আসে। অর্থাৎ ১ মাসেই বেড়েছে ২ শতাংশ। বিগত ৬ মাসে হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারের দাম ৩১৭.২০ টাকা থেকে এসেছে ৩৫৪ টাকায়, বেড়েছে ১১ শতাংশ। এই বছরের শুরু থেকে ধরলে এই শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ। আর বিগত এক বছরে হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারের দাম ১৩৮.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫৪ টাকা, ১৬০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম।


আর বিগত ৫ বছরের হিসেব করে দেখলে এই সংস্থার শেয়ারের দাম ২৩৬ গুণ বেড়েছে। দাম ছিল ১.৫০ টাকা, সেখান থেকে এখন ৩৫৪ টাকায় ট্রেড করছে। কোনও বিনিয়োগকারী এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তিনি রিটার্ন পেতেন ২.৩৬ কোটি টাকা। এক বছরেই ১ লাখ থেকে ২.৬০ লাখ টাকা রিটার্ন পেতেন এই স্টকে। আর আজ থেকে ৬ মাস আগে এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগে আজকের দিনে আপনি ১.১১ লাখ টাকা পেতেন।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Vraj Iron and Steel IPO: আজই বিনিয়োগের শেষ সুযোগ ব্রজ আয়রন আইপিওর, গ্রে মার্কেটে কত দাম চলছে ?