Share Market: বিগত কয়েক বছরে বিপুল সাড়া মিলেছে ভারতের শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা পেয়েছেন ব্যাপক রিটার্ন। বুলিশ পর্যায় চলছে এখন বাজারে আর এর মধ্যে সবথেকে বেশি মুনাফা দেখা গিয়েছে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে (Multibagger Stock)। সূচকের হিসেবে দেখতে গেলে বেশ কিছু স্টকের দাম ১০ গুণ বেড়ে গিয়েছে। তেমনই একটি স্মলক্যাপ স্টকের দাম গত এক বছরে বেড়েছে ৩৮০ শতাংশ। কোন শেয়ারে এত মুনাফা ? আপনার কেনা আছে এই সংস্থার শেয়ার ?


শেয়ারের দামে ওঠানামা


গত এক বছরে স্মলক্যাপ সংস্থা ইলেক্ট্রোস্টিল কাস্টিংয়ের (Electrosteel Casting) শেয়ার ৩৩.৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩.২৫ টাকা। অর্থাৎ এক বছরে ৩৮২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। বিনিয়োগের অঙ্ক বেড়েছে প্রায় চারগুণ। বিগত ১১ মাসের মধ্যে ৮ মাসই এই শেয়ারে (Multibagger Stock) সবুজ সঙ্কেত দেখিয়েছে। জানুয়ারি মাসেই শুধু এই শেয়ারের দাম বেড়েছে ৫৭ শতাংশ।


আগের কয়েক বছরে কেমন পারফরম্যান্স


২০২০ সালে এই শেয়ারের দাম সর্বনিম্ন ৭.৫৫ টাকায় নেমে এসেছিল। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই শেয়ার ২০৬২ শতাংশ বেড়েছে। এর বার্ষিক পারফরম্যান্সের কথা বলতে গেলে, ২০২০ সালের এর রিটার্ন ইল্ড ছিল ৯১ শতাংশ, তারপর ২০২১ ও ২০২২ সালে এই সংস্থার শেয়ারে (Electrosteel Casting) ৫৭ শতাংশ ও ৬.২২ শতাংশ রিটার্ন ইল্ড দেখা গিয়েছে। ২০২৩ সালে এসে শেয়ারের (Multibagger Stock) দাম বেড়েছে ৪৭ শতাংশ আর রিটার্ন ইল্ড মিলেছে প্রায় ১৯০ শতাংশ।


সংস্থার ব্যবসা


ডোমেস্টিক ডিআই পাইপের ক্ষেত্রে ইলেক্ট্রোস্টিল কাস্টিং বাজারে ২০ শতাংশ অংশীদারিত্ব রেখেছে। ১৯৯৪ সালেই এই সংস্থা প্রথম ভারতে ডিআই পাইপ নিয়ে আসে বাজারে। এখনও পর্যন্ত এই সংস্থা (Electrosteel Casting) তাঁর নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার। ভারতের রফতানিকৃত পণ্যের মধ্যে ৬০ শতাংশ থাকে এই সংস্থার পণ্য।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: BHEL Gets Big Order: সরকারি এই সংস্থায় দারুণ খবর, দ্রুত এগোবে স্টক,এখন বিনিয়োগ করবেন ?