Shilchor Technologies Share: দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকেই যারা মূলত মনোনিবেশ করেন, তাদের জন্য বিপুল মুনাফা এনে দিয়েছে একটি স্টক। মাত্র ৪ বছরের মধ্যেই বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন। বিগত ৪ বছরে এই শেয়ারের দাম (Multibagger Stocks) রকেটের গতিতে বেড়েছে। ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত এই স্টকের দাম বেড়েছে ১১৫৫০ শতাংশ। ২০২০ সালের জুন মাসে যে স্টকের দাম ছিল ৫৩.২৮ টাকা, সেই স্টকের দাম (Silchor Technologies) এখন ৬২০৭ টাকা। সংস্থার নাম শিলচর টেকনোলজিস। একটা পেনিস্টক থেকে এত বিপুল মুনাফা দিয়েছে এই সংস্থা, বিনিয়োগকারীদের পকেট ভরেছে মাত্র ৪ বছরেই।


বিগত ৩ বছরের মধ্যে শিলচর টেকনোলজিসের শেয়ার ৬১৬৮ শতাংশ বেড়েছে, ২০২১ সালের জুন মাসে এই স্টকের দাম ছিল ৯৯ টাকা। শুধু তাই নয়, ৪ বছরের বিপুল রিটার্নের কথা বাদ দিলেও বিগত এক বছরেই দারুণ মুনাফা দিয়েছে এই স্টক। এক বছরে ৫৭৭ শতাংশ বেড়েছে এই শেয়ার। আর এই বছরের শুরু থেকে ধরলে শিলচর টেকনোলজিসের শেয়ারে ১৪৫ শতাংশ রিটার্ন এসেছে।


বিগত ৭ মাসের মধ্যে ৬ মাসেই পজিটিভ রিটার্ন এসেছে এই সংস্থার স্টকে। শুধুমাত্র জুলাই মাসের কথা ধরলেই বিগত ৪টি ট্রেডিং সেশনে ১২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। আর জুন মাসে বেড়েছে ৯.৫ শতাংশ। তবে মে মাসে এই বছরেই ২২ শতাংশ দাম পড়ে গিয়েছিল এই শেয়ারের। তাঁর আগে এপ্রিল মাস পর্যন্ত ধরলে ৬৮ শতাংশ মুনাফা দিয়েছে এই স্টক। এই বছরের শুরুতে জানুয়ারি মাসে এই স্টকে বিনিয়োগকারীরা পেয়েছেন ৩৩.৫ শতাংশ রিটার্ন আর ফেব্রুয়ারি মাসে রিটার্ন এসেছে ১৭.৫ শতাংশ। এখন এই স্টকের দাম ৫.৫ শতাংশ বেড়ে ৬৭৬৯ টাকার রেকর্ড উচ্চতায় চলছে। ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৮৯৫ টাকা থেকে এই স্টকের দাম বেড়েছে ৬১৪ শতাংশ।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market Fraud: দুরন্ত র‍্যালি চলছে বাজারে, এর মধ্যেই ব্রোকারদের কড়া নির্দেশ সেবির