Stock Market: রিয়েল এস্টেট সেক্টরের সংস্থা অগ্নি ইনফ্রা লিমিটেড বিনিয়োগকারীদের দুরন্ত রিটার্ন এনে দিয়েছে। বিগত ৪ বছরে এই সংস্থার স্টকে বিনিয়োগকারীরা ২৬৭৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। আর তাই এটিও একটি মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stock) তালিকায় চলে এসেছে। আর এত বিপুল রিটার্ন দেওয়ার পরেও বিনিয়োগকারীদের আরও মুনাফার সুযোগ দিচ্ছে এই সংস্থা। অগ্নি ইনফ্রা লিমিটেড সম্প্রতি স্টক স্প্লিটের (Stock Split) ঘোষণা করেছে।


কেন হবে স্টক স্প্লিট


অগ্নি ইনফ্রা লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরস সম্প্রতি স্টক স্প্লিটের ঘোষণা করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং শেয়ারের লিকুইডিটি বাড়াতে এই স্টক স্প্লিটের ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। আর এই স্টক স্প্লিটের কারণে সংস্থা একটি শেয়ারকে আরও কম মূল্যের কয়েকটি শেয়ারে বিভাজিত করবে। এর কারণে সংস্থার শেয়ারের দাম আরও কমবে। এই কারণে বিনিয়োগকারীরা অনেক কম মূল্যে এই সংস্থার শেয়ার কিনতে পারবেন।


দারুণ মুনাফা এই স্টকে


বিগত ৪ বছরে অগ্নি ইনফ্রা লিমিটেডের শেয়ারে ২৬৭৭ শতাংশ রিটার্ন এসেছে। এর অর্থ হল যদি কোনো বিনিয়োগকারী এই স্টকে আজ থেকে ৪ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে ২৭.৭ লক্ষ টাকা রিটার্ন পেতেন। এর কারণে বোঝা যায় সংস্থার আর্থিক স্থিতিশীলতা কতটা মজবুত, রিয়েল এস্টেট সেক্টরে এই সংস্থার জোর অনেক গভীরে প্রোথিত।


রিয়েল এস্টেট সেক্টরে সমৃদ্ধি


বিগত কয়েক বছরে রিয়েল এস্টেট সেক্টরের চাহিদা অনেকাংশে বেড়ে গিয়েছে। আর এই কারণেই সংস্থার অনেক সমৃদ্ধি হয়েছে। রিয়েল এস্টেট সেক্টরে বেশ কিছু পরিবর্তন এবং পরিকাঠামোর দুনিয়ায় উন্নয়নের কারণে সরকারের মদতেও এই সেক্টরে প্রভূত সমৃদ্ধি এসেছে।


স্টক স্প্লিটে বিনিয়োগকারীদের কী মুনাফা


এই স্টক স্প্লিটের কারণে এই শেয়ারের ট্রেডিং অনেক সহজতর হবে। আর অনেক বেশি বিনিয়োগকারীদের সংযোগ হবে এই স্টকে। বিশেষজ্ঞদের মতে, সংস্থার বাজার মূলধনের উপর এই স্টক স্প্লিটের কোনো প্রভাব পড়বে না। আর এর কারণে অনেক সহজে বেশি কোয়ান্টিটি নিয়ে স্টকের ট্রেডিং সহজ হবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Success Story: UPSC-র ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সপ্তম স্থানে বর্ধমানের দেবার্ঘ্য ! কীভাবে এল কাঙ্ক্ষিত সাফল্য ?