Share Market: শেয়ার বাজারে কখন যে কার ভাগ্য কীভাবে খুলবে কেউ জানে না। অনেকেই বলেন স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। কোম্পানির ফান্ডামেন্টাল ভালভাবে বিচার না করে বিনিয়োগে ক্ষতি হতে পারে। কিন্তু অন্যদিকে এই ধরনের স্টকেই বিপুল রিটার্নও মেলে। মাল্টিব্যাগার স্টক হয়ে ওঠে কিছু কিছু শেয়ার (Multibagger Stock)। তেমনই একটি শেয়ারে ১ লাখ টাকা ৫ বছর আগে বিনিয়োগ করলে আজকের দিনে রিটার্ন দিয়েছে ৩.৩৬ কোটি টাকা ! ভাবতে পারেন ? মাত্র ১ লাখ দিয়েই কোটিপতি হতে পারতেন আপনিও, তাও মাত্র ৫ বছরেই।


মাত্র ৬ মাসের মধ্যে ২০০ শতাংশ দিয়েছে এই স্টক। ১২৬ টাকা থেকে স্টকের দাম বেড়ে হয়েছে ৩৮০ টাকা। শেষ ৫ দিন ধরেই আপার সার্কিটে চলছে এই স্টকের (Multibagger Stock) দাম। আপসাইড পোটেনশিয়াল এক্ষেত্রে বেশ ইতিবাচক। বিগত এক সপ্তাহে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১৫ শতাংশ। সংস্থার নাম হাজুর মাল্টি প্রজেক্টস (Hazoor Multi Projects)।


২০২৪ সালের ৩১ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম একলাফে ৫ শতাংশ আপার সার্কিট দেয়। তারপর থেকে আরও ৪ দিন টানা আপার সার্কিটেই থেকেছে এই সংস্থার শেয়ার। এই সময়ের মধ্যে শেয়ারের (Multibagger Stock) দাম ৩৬৪ টাকা থেকে ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮০ টাকা। বিগত ৬ মাসে হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারের দাম ১২৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৮০ টাকা। শেষ ১ বছরে মাল্টিব্যাগার এই স্টকের (Hazoor Multi Projects) দাম ১০৬.৩০ টাকা বেড়ে ৩৮০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ ২৬৫ শতাংশ রিটার্ন। একইভাবে কেউ যদি আজ থেকে ৫ বছর আগে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করতেন, তাহলে তিনি ৩৩,৫০০ শতাংশ রিটার্ন পেতেন।


টাকার হিসেব ধরলে, ৬ মাস আগে এই সংস্থায় (Hazoor Multi Projects) ১ লাখ বিনিয়োগে আজকের দিনে মিলত ৩ লাখ টাকা। একইভাবে ১ বছরে আপনার ১ লাখ টাকা ৩.৬৫ লাখ টাকায় পরিণত করতে এই শেয়ার। অন্যদিকে, হাজুর প্রজেক্টসের শেয়ারে (Multibagger Stock) কেউ যদি ৫ বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে তিনি ৩.৩৬ কোটি টাকা রিটার্ন পেতেন। একেবারে অবিশ্বাস্য রিটার্ন যাকে বলে ! পাঁচ বছরেই আপনাকে কোটিপতি বানাতে পারত এই সংস্থার শেয়ার।


আরও পড়ুন: LIC Update: শেয়ার বাজারের দ্রুত মুনাফার সঙ্গে রয়েছে জীবন বিমার সুবিধা, এলআইসি আনল নতুন প্ল্যান