IREDA Share Price: ভারতে এনার্জি সেক্টরের স্টকগুলি বেশ ভাল পারফর্ম করেছে বিগত কয়েক বছরে। অন্তর্বর্তীকালীন বাজেটে পুর্ননবীকরণযোগ্য শক্তির উপর জোর দেওয়ার পর থেকে আরও ফুলে ফেঁপে উঠেছে এই সেক্টরের স্টকগুলি (Multibagger Stock)। এদের মধ্যে সরকারি খাতের একটি এনবিএফসি সংস্থা IREDA-র শেয়ারের দাম ক্রমেই বেড়ে চলেছে। যেন থামার কোনও লক্ষণই নেই। সোমবার ৮ জুলাই ২০২৪-এ বাজারে পতন দেখা গেলেও IREDA-র শেয়ার (Share Market) তাঁর সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। সোমবার বাজার বন্ধের সময় এই সংস্থার (IREDA Stock) স্টকটির দাম ২৪৬.৩৮ টাকায় বন্ধ হয়েছে। ২৫০ টাকা থেকে আর বেশি দূরত্ব নেই এর। তবে, সেদিন মিড মার্কেটে এই শেয়ারের দাম উঠেছিল ২৪৯ টাকায়।


কেন বাড়ছে এই শেয়ারের দাম


আর কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই জন্যেই এই স্টকে আরও গতি লক্ষ্য করা যাচ্ছে। মনে করা হচ্ছে দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা এবং পরিবেশের দূষণ প্রতিরোধের কথা মাথায় রেখে মোদি সরকার তাঁর এই বাজেটে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর আরও জোর দিতে চলেছে। IREDA মূলত সৌরশক্তি ও বায়ুশক্তি উৎপাদনকারী সংস্থাকে ঋণ দিয়ে থাকে যা সরাসরি IREDA-র দামকে প্রভাবিত করবে।


আর এই জন্য কোম্পানির শেয়ারের দাম ক্রমেই বাড়ছে। আর বাজেটে এমন সুবিধাও থাকতে পারে যাতে IREDA-র মত এনবিএফসি অনেক কম রেটে টাকা তুলতে পারে। আয়কর আইনের 54EC ধারার অধীনে অন্তর্ভুক্ত করা হতে পারে এই সংস্থাকে। এক্ষেত্রে যদি IREDA-র বন্ড কোনও বিনিয়োগকারী কেনেন, তাহলে তাঁর ক্যাপিটাল গেইনের উপর কর ছাড় পাবেন।


সূত্রের খবরে জানা গিয়েছে, কেন্দ্র সরকার ২০৩০ সালের মধ্যে দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ ৫০০ গিগাওয়াটে পরিণত করতে চলেছে। এর জন্য ২৪.৪৩ লাখ কোটি টাকা বিনিয়োগ দরকার। আর এক্ষেত্রে সরকারের রুফটপ সোলার স্কিমের জন্য IREDA একটি বড় ভূমিকা নিতে চলেছে।


ICICI Direct জানিয়েছে, এই বছরের মধ্যেই IREDA-র দাম ২৫০ টাকায় পৌঁছে যাবে। আর তারপর পঞ্চম সেশনেই এর দাম ছুঁয়ে ফেলে ২৫০ টাকার সীমা। ২০২৩ সালের নভেম্বর মাসে এসেছিল IREDA-র আইপিও। আর সেখান থেকে ধরলে বিগত ৭ মাসে এই স্টকের দাম বেড়েছে ৬৭০ শতাংশ। এই বছর এখনও পর্যন্ত এই স্টকে এসেছে ১৪০ শতাংশ রিটার্ন। এক সপ্তাহে ২৬ শতাংশ এবং এক মাসে ৩৬ শতাংশ রিটার্ন মিলেছে IREDA-র স্টকে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Gold Price: মঙ্গলের বাজারে সুখবর ! দাম কমল সোনার- আজ কিনলে কত সস্তায় পাবেন ?