PG Electroplast Share Price: স্মলক্যাপ ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস সংস্থা সংক্ষেপে ইএমএস সংস্থা পিজি ইলেকট্রোপ্লাস্ট-এর শেয়ারের দাম সম্প্রতি বিনিয়োগকারীদের নজর কেড়েছে। ২৮ মে সিঙ্গাপুর সরকার এই সংস্থার ২৮৮ কোটি টাকা মূল্যের স্টক কিনেছে। মঙ্গলবার সংস্থার সঙ্গে একটি ব্লক চুক্তি হয়েছিল আর এর জেরেই শেয়ার কিনেছে সিঙ্গাপুর সরকার। এই স্মলক্যাপ স্টকে বিনিয়োগ রয়েছে মোতিলাল অসওয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থারও।
আজ বুধবার পিজি ইলেকট্রোপ্লাস্ট সংস্থার শেয়ারের দাম ইন্ট্রাডে-তে ৩ শতাংশ লাফ দিয়ে ৭৯০.৪৫ টাকায় উঠে আসে। এদিন এই স্টকের দাম খুলেছিল ৭৭৩.৮৫ টাকায় আর গতকাল এই স্টকের দাম বন্ধ হয় ৭৬৫ টাকায়। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ছিল ১০৫৪ টাকা এবং সর্বনিম্ন স্তর ছিল ২৩১.৬৫ টাকা।
এক্সচেঞ্জের তথ্য অনুসারে সিঙ্গাপুর সরকার এই সংস্থার মোট ৩৮.১৯ লক্ষ শেয়ার কিনেছে যা কিনা সংস্থার মোট শেয়ারের ১.৩৪ শতাংশ। অন্যদিকে মোতিলাল অসওয়াল এএমসি এই সংস্থার ১৫.৯ লক্ষ শেয়ার কিনেছে যা সংস্থার বকেয়া শেয়ারের ০.৫৬ শতাংশ। দুই প্রতিষ্ঠানই এই সংস্থার শেয়ার গড় ৭৫৪.৮ টাকায় কিনেছে।
পিজি ইলেকট্রোপ্লাস্টের তিন মালিক বিশাল গুপ্তা, বিকাশ গুপ্তা এবং অনুরাগ গুপ্তা প্রত্যেকে সিঙ্গাপুর সরকারের সঙ্গে এই ব্লক চুক্তিতে নিজেদের পোর্টফোলিও থেকে ৫০ লক্ষ করে শেয়ার বিক্রি করেছে। এমনটাই জানা যাচ্ছে আনুষ্ঠানিক তথ্যতে। তিন মালিক মিলিয়ে সংস্থার মোট ৫.৩ শতাংশ স্টেক বিক্রি করা হয়েছে।
মার্চ ত্রৈমাসিকের শেষে বিশাল গুপ্তার কাছে পিজি ইলেকট্রোপ্লাস্ট সংস্থার ১৭.৯৫ শতাংশ স্টেক ছিল, আর অন্যদিকে বিকাশ গুপ্তা ও অনুরাগ গুপ্তার কাছে ছিল যথাক্রমে ১৭.৮২ শতাংশ ও ১০.৪৬ শতাংশ।
মার্চ ত্রৈমাসিকের মধ্যে যদিও সিঙ্গাপুর সরকার এই সংস্থার শেয়ার কেনেনি, তবে মোতিলাল অসওয়াল এএমসির ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কাছে এই সংস্থার ২.৬৫ শতাংশ স্টেক ছিল। গত ১ বছরে এই সংস্থার স্টকের দাম ৩ গুণ বেড়েছে। আর ৫ বছরের হিসেবে এই স্টকের দাম বেড়ে গিয়েছে ২২০০০ শতাংশ। আর গত ৩ বছরে পিজি ইলেকট্রোপ্লাস্টের স্টকের দাম ১০০৫.৪৯ শতাংশ বেড়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)