Thermax Share Price: শেয়ার বাজারে এমন বেশ কিছু স্টক আছে, যেগুলি খুব কম সময়ের মধ্যেই বিপুল হারে রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীদের। এগুলিকেই বলা হয় মাল্টিব্যাগার শেয়ার (Multibagger Stock)। খুব কম সময়ে বিনিয়োগ দ্বিগুণ বা তিনগুণ, এমনকী ১০০০ গুণও বাড়তে পারে বিনিয়োগ, এই সমস্ত শেয়ারে। এমনই একটি শেয়ারের নাম থার্মেক্স (Thermax Stock Price)। মূলত এনার্জি সেক্টরের এই স্টকে বিগত ৭ মাসেই এসেছে ১০০ শতাংশ রিটার্ন। বিনিয়োগকারীদের বিপুল ধনী করেছে এই শেয়ার।
বিগত ৭ মাসে থার্মেক্স সংস্থার শেয়ারের (Multibagger Stock) দাম ২৫৩৩ টাকা থেকে বেড়ে হয় ৫০৬১ টাকা। অর্থাৎ ৭ মাসেই ১০০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। ৭ মাসের মধ্যে ৬ মাসেই এই সংস্থার শেয়ারে সবুজ সঙ্কেত ছিল। গত বছর ডিসেম্বর মাসে এই সংস্থার শেয়ার থেকে ২২ শতাংশ বেড়েছে যা এই শেয়ারের রেকর্ড লাফ।
২০২০ সালের অক্টোবর মাসে এই সংস্থার (Thermax Stock Price) শেয়ারের দাম সবথেকে নিম্নস্তরে ছিল ৭০৫.৯০ টাকার, সেখান থেকে আজকের দামে (Multibagger Stock) প্রায় ৬৭১ শতাংশ বেড়েছে ৪ বছরের মধ্যেই। এই সংস্থায় বিনিয়োগে স্বল্পমেয়াদে রিটার্নের উপর খুব একটা ভরসা না থাকলেও, বাজার বিশেষজ্ঞরা অনেকেই এর দীর্ঘমেয়াদী রিটার্নের উপর ভরসা করেছেন।
শেয়ারখান ব্রোকারেজ ফার্ম জানিয়েছে, ভারতের অর্থনীতি যত বেশি গ্রিন এনার্জির দিকে যাবে, তত এই শেয়ারে মুনাফার সম্ভাবনা বাড়বে বলে। এখনও পর্যন্ত সংস্থার অর্ডার বুকে ১০,১১১ কোটি টাকার অর্ডার জমা আছে যা খুব একটা বেশি না হলেও বড় কোনও অর্ডার আসেনি এখনও। তবে ভবিষ্যতে অর্ডার বুক আরও পোক্ত হতে পারে বলে আশা রেখেছে এই ব্রোকারেজ ফার্ম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।