Small Cap Stock: বিগত বেশ কয়েক মাস ধরে বিপুল রিটার্ন দিচ্ছে স্মলক্যাপ স্টকগুলি। তবে বৃহত্তর দিক থেকে চিন্তা করলে বিগত ১০-১২ বছর ধরেই এই স্মলক্যাপ স্টকগুলির গতি চরমে রয়েছে। স্মলক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করলে ১০ বছরে ধনী (Multibagger Stock) হতেন অনেকেই। এমনই একটি স্টক ভোল্ট্যাম্প ট্রান্সফর্মারস। ভারতের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় ট্রান্সফর্মার নির্মাতা সংস্থা হল ভোল্ট্রাম্প। গত ১৬ মাসের মধ্যেই এই সংস্থার স্টকে (Small Cap Stock) এসেছে ৩৭৫ শতাংশ রিটার্ন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই সংস্থার স্টকের দাম যেখানে ছিল ২৫১৮ টাকা, সেখানে ২০২৪ সালে মে মাসে এসে এই সংস্থার স্টকের দাম দাঁড়ায় ১১৯৭০ টাকা। কেনা ছিল আপনার ?


দেখা গিয়েছে বিগত ১৬ মাসের মধ্যে ১৪ মাসই এই স্টকটি ছিল সবুজে। এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে সংস্থার স্টকের দাম ২৩.৪ শতাংশ বৃদ্ধি পায়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে সংস্থার স্টকের দাম বেড়েছিল ১৮.৭ শতাংশ।


লং টার্মের কথা চিন্তা করলে দেখা যাবে, তিন বছরে ভোলট্রাম্প ট্রান্সফর্মারসের স্টকের দাম বেড়েছে ৯২৩ শতাংশ। অন্যদিকে ৫ বছরের হিসেবে সংস্থার স্টকের (Small Cap Stock) দাম বেড়েছে ১০৭৯ শতাংশ। আর শেষ ১১ বছরে ভোলট্রাম্প ট্রান্সফর্মাসের স্টকের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৯১৮ শতাংশ। অর্থাৎ আজ থেকে ১১ বছর আগে কেউ যদি এই সংস্থার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ৩০ লাখ টাকা রিটার্ন পেতেন।


ভোলট্রাম্প ট্রান্সফর্মাস মূলত বিভিন্ন রেঞ্জের ট্রান্সফর্মার ডিজাইন, নির্মাণ ও সরবরাহ করে থাকে। এর পণ্যের মধ্যে রয়েছে পাওয়ার ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউটর ট্রান্সফর্মার, ড্রাই টাইপ ট্রান্সফর্মার, রেসিন-ইমপ্রেগনেটেড ড্রাই টাইপ ট্রান্সফর্মার, ইনডাকশন ফার্নেস ট্রান্সফর্মার। পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সিমেন্ট, পেট্রোকেমিক্যাল, রেলওয়ে, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ক্ষেত্রে পণ্য সরবরাহ করে থাকে এই সংস্থা।   


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।) 


আরও পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডে SIP করেছেন ? কিস্তি না দিলে কত জরিমানা দিতে হবে জানেন ?