Stock Market: শেয়ার বাজারে এমন অনেক অজানা স্টক প্রকাশ্যে আসে যারা খুব কম সময়ের মধ্যেই বিপুল রিটার্ন এনে দেয়। এগুলিকেই বলা হয় মাল্টিব্যাগার শেয়ার। আর এই মাল্টিব্যাগার শেয়ার কেনা থাকলে কম সময়েই বিপুল ধনী হওয়া যায়। এমনই একটি স্টকে (Multibagger Stock) বিগত ১০ বছরের মধ্যেই এসেছে ১১ হাজার শতাংশ রিটার্ন। বিনিয়োগ করা টাকা কীভাবে দ্বিগুণ করা যায়, সেই লক্ষ্যেই বেশিরভাগ মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। কিন্তু এ তো দ্বিগুণ নয়, ১১০ গুণ বেড়েছে বিনিয়োগ এই শেয়ারে (Best Stocks to Buy)। কোন শেয়ারে এত মুনাফা ?
১০ হাজার থেকে ১১ লাখ রিটার্ন এই স্টকে
এটি একটি রেফ্রিজারেন্ট গ্যাস উৎপাদক সংস্থার স্টক। দীর্ঘমেয়াদী বিনিয়োগে এই স্টক থেকেই বিপুল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বিগত ১০ বছরে এই সংস্থার স্টকের দাম (Multibagger Stock) বেড়েছে ১১ হাজার শতাংশ। অর্থাৎ আজ থেকে ঠিক ১০ বছর আগে যদি কেউ এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে তাঁর বিনিয়োগ বেড়ে আজকের দিনে দাঁড়াত ১১ লাখ টাকা। সংস্থার নাম রিফেক্স ইন্ডাস্ট্রিজ (Refex Industries)।
স্টকের দাম কীভাবে বেড়েছে
গত সপ্তাহের শুক্রবার এই স্টকের দাম (Multibagger Stock) বন্ধ হয় ১৫২.৪০ টাকায়, ১০ বছর আগে এই স্টকের দাম ছিল ১.৩৭ টাকা। বিগত ৬ মাসের মধ্যে এই শেয়ারের দাম ৩৩ শতাংশ বেড়েছে। আর এক বছরের হিসেব দেখলে রিফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৪৪ শতাংশ বেড়েছে। বিগত ১০ বছরে এই স্টক থেকে বিনিয়োগকারীরা ১১৪৮৭.৪৯ শতাংশ রিটার্ন পেয়েছেন। বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী বিগত ২ বছরে এই স্টকের দাম ৫৪৯.৩৫ শতাংশ বেড়েছে।
সংস্থার ব্যবসা
রিফেক্স ইন্ডাস্ট্রিজ একটি স্মল ক্যাপ স্টক যার মোট বাজার মূলধন ১৬০০ কোটি টাকার বেশি। রেফ্রিজারেটরের গ্যাস প্রস্তুত এবং রিফিল করার কাজ করে থাকে এই সংস্থা। ক্লোরোফ্লুরো কার্বনের বিকল্প পরিবেশবান্ধব গ্যাস হিসেবে কাজ করে এই রেফ্রিজারেন্ট গ্যাসগুলি। এছাড়াও ফোম ব্লোয়িং এজেন্ট এবং এরোসল প্রোপেল্যান্ট হিসেবেও কাজ করে এই গ্যাস।
শেয়ারের মালিকানা
এই রিফেক্স ইন্ডাস্ট্রিজ সংস্থার শেয়ারে ৫৫.৩ শতাংশ স্টেক আছে প্রোমোটার বা সংস্থার মালিকদের। বাকি ৪৪.৭ শতাংশ স্টেক দেওয়া হয়েছে পাবলিক শেয়ারহোল্ডারদের। আর এর মধ্যেও বিদেশি বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড সংস্থা বাদে বাকি ২৮ শতাংশ স্টেক ছাড়া আছে খুচরো বিনিয়োগকারীদের জন্য।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Petrol Diesel Price: মোদি ফিরতেই ফের বাড়ল পেট্রোলের দাম ? আজ কলকাতায় কত যাচ্ছে রেট ?