Stock Market News: গতকাল বাজার বন্ধের পরে আপনি যদি এই স্টকের দাম দেখতেন কোনও অ্যাপে, তাহলে চমকে উঠতেন। একদিনেই এই স্টকের দাম ৯০ শতাংশ পড়ে গিয়েছিল। এমনটাই দেখিয়েছিল বেশিরভাগ অ্যাপে। আর এই ৯০ শতাংশ পতন (Multibagger Stock) দেখেই চাঞ্চল্য ছড়িয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে, মাথায় হাত পড়েছিল অনেকের। সব টাকা কি ডুবে গেল এই স্টকে ? আদপে কী ঘটেছে জানেন ?
এই পতন আসলে কোনও খারাপ খবরে আসেনি। গতকাল এই সংস্থা তাদের স্টক স্প্লিট ঘোষণা করেছিল। ১:১০ অনুপাতে স্টক স্প্লিট হওয়ার পরেই এই পতন আসে, তবে এই পতন বাস্তব ছিল না। বেশিরভাগ অ্যাপে যান্ত্রিক গোলযোগের কারণে এত বিপুল পতন দেখিয়েছিল সেই অ্যাপে।
১:১০ অনুপাতে হয়েছে স্টক স্প্লিট
২০২৫ সালের মে মাসেই ভিসুভিয়াস ইন্ডিয়া নামের এই সংস্থা তাদের স্টক স্প্লিটের ঘোষণা করেছিল। বলা হয়েছিল যে ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ার এবার থেকে ১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ারে ভেঙে যাবে। আর এই স্টক স্প্লিটের পরে এই সংস্থার শেয়ারের দাম ৫৮৯৯.৫ টাকা থেকে নেমে আসে সোজা ৫৯৮ টাকায়। মঙ্গলবারের বাজারেই এই ঘটনা ঘটে। বহু ট্রেডিং অ্যাপে সঠিকভাবে এই প্রযুক্তিগত বদল আপডেট করতে পারেনি আর তাই ৯০ শতাংশ পতন দেখাচ্ছিল। তবে বাস্তবে এমন কিছুই ঘটেনি।
এই স্টকের পারফরম্যান্স দারুণ
এটিই এই স্টক যেটি বিগত ৫ বছরে ৭০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। বিগত তিন মাসে এই স্টকের দাম ৪৪ শতাংশ লাফ দিয়েছে। আর এক বছরের হিসেবে এই স্টকের দাম বেড়েছে ২৮ শতাংশ। মঙ্গলবারে এই স্টকের দাম ৫ শতাংশ বেড়ে ৬৩০ টাকায় পৌঁছায়, আর এর মাধ্যমেই সংস্থার বাজার মূলধন হয়ে যায় ১৩ হাজার কোটি টাকা।
সংস্থার শেয়ারহোল্ডিং ও বিনিয়োগকারীদের তথ্য
২০২৫ সালের মার্চ মাসের হিসেবে ভিসুভিয়াস গ্রুপ এই শেয়ারে ৫৫ শতাংশ স্টেক রেখেছে, আর বাকি ৪৪.৪৩ শতাংশ স্টেক আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। মিউচুয়াল ফান্ডগুলির স্টেক রয়েছে ২০.৭৫ শতাংশ, আর বিদেশি বিনিয়োগকারীরা এই স্টকে ৪.১৪ শতাংশ স্টেক অধিকার করে রেখেছে। ২৬,৫০০ জনেরও বেশি খুচরো বিনিয়োগকারী এই শেয়ারে স্টকে নিয়ে রেখেছেন যা আদপে ১৫ শতাংশ অংশীদারিত্বের সামিল।
মুনাফা কমেছে, বেড়েছে মার্জিন
২০২৫ সালের মার্চ ত্রৈমাসিকে সংস্থার নেট মুনাফা ১৩.৭ শতাংশ পড়ে হয়েছে ৫৯.৩১ কোটি টাকা। তবে সংস্থার রেভিনিউ বেড়েছে ৬.১৪ শতাংশ, পরিমাণ দাঁড়িয়েছে ৪৮০.৯৪ কোটি টাকা। আর সবথেকে ভাল ব্যাপার হল সংস্থার অপারেটিং মার্জিন ১৭ শতাংশ বেড়ে গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)