Index Fund: আজকালকার দিনে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। আর সবথেকে কম ঝুঁকির ফান্ড হল ইনডেক্স ফান্ড (Index Fund) যা কিনা সেনসেক্স বা নিফটির শেয়ারের গতিকেই ধরে চলে। আর এই ফান্ডে বিগত ৪ বছরে ২৫ গুণ বেড়ে গিয়েছে বিনিয়োগের অঙ্ক। বিভিন্ন ফান্ড হাউজেরই একটি করে ইনডেক্স ফান্ড রয়েছে। আর বাজারে এই ফান্ডে (Mutual Fund Investment) বিনিয়োগকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই ইনডেক্স ফান্ডের পোর্টফোলিও বেড়ে গিয়েছে ১২ গুণ।


সম্প্রতি জিরোধা ফান্ড (Mutual Fund) হাউজ খুচরো বিনিয়োগকারীদের এই ইনডেক্স ফান্ডে বেশিমাত্রায় বিনিয়োগের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই সমীক্ষা অনুসারে ২০২০ সালের মার্চ মাসে ইনডেক্স ফান্ডে মোট ফোলিওর সংখ্যা ছিল ৪.৯৫ লক্ষ। ২০২৩ সালের ডিসেম্বরে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৫৯.৩৭ লাখে। ৪ বছরে ১২ গুণ বেড়ে গিয়েছে ফোলিওর সংখ্যা। ইনডেক্স ফান্ডের এই সমৃদ্ধির কারণে এই ফান্ডগুলির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও বেড়ে চলেছে পাল্লা দিয়ে।


২০২০ সালে ইনডেক্স ফান্ডের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ৮ হাজার কোটি টাকা যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। ২০২১ সালের মার্চ থেকে ২০২৪-এর মধ্যে ডেট ইন্ডেক্স ফাণ্ডের AUM বেড়েছে ১.১ লক্ষ কোটি টাকা। ইনডেক্স ফান্ডের AUM-এ ডেট ফান্ডের শেয়ার যেখানে ৫১.৫ শতাংশ, ইকুইটি ফান্ডের শেয়ার রয়েছে ৪৮.৫ শতাংশ।


বাজারে ইনডেক্স ফান্ডের উপর খুচরো বিনিয়োগকারীদের এই বিপুল ভরসার কারণে বহু ফান্ড হাউজ এই ৪ বছরে নিয়ে এসেছে ইকুইটি ও ডেট ইনডেক্স ফান্ড। ২০২১ সালের মার্চে যেখানে বাজারে ৪৪টা ইনডেক্স ফান্ড ছিল, সেখানে ২০২৪ সালের মার্চে ২০৭টি ইনডেক্স ফান্ড রয়েছে। এই সময়ের মধ্যে ইনডেক্স ফান্ডের সংখ্যা বেড়েছে ৩০৭ শতাংশ। ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে ১২০টি ইকুইটি এবং ৮৭টি ডেট ইনডেক্স ফান্ড রয়েছে বাজারে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Sanstar share Price: লিস্টিংয়ের দিনেই আলোড়ন এই শেয়ারে, ১৫ শতাংশ প্রিমিয়ামে, সেল না হোল্ড করবেন ?