Mutual Fund Ad Controversy: মিউচুয়াল ফান্ডে আজকাল বহু মানুষ বিনিয়োগ করছেন। এই বিনিয়োগ নিয়ে টেলিভিশনে, সমাজমাধ্যমে নানা ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়। সবক্ষেত্রেই এর সুবিধের কথাই বলা হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ঝুঁকি নিয়ে কেউ কোনো কথা বলেন না। টেলিভিশনে দেখানো বিজ্ঞাপনেও (Mutual Fund Ad Controversy) বলা হয় যে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগই সঠিক পথ, আর তারপরেই খুব দ্রুত বলা হয় যে বাজারে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। 'মিউচুয়াল ফান্ড সহি হ্যায়' এই ট্যাগলাইন নিয়েই এবার তোপ দাগল বম্বে উচ্চ আদালত (Bombay High Court)। জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এই ট্যাগলাইনের বিরুদ্ধে আর তার জেরে আদালত সেবি এবং এএমএফআইকে নোটিশ জারি করেছে।


মিউচুয়াল ফান্ডের এই ধরনের প্রচারে আপত্তি জানিয়ে জনৈক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বম্বে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মিউচুয়াল ফান্ড সংগঠন কর্তৃক মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ


সংবাদসূত্রে জানা গিয়েছে, মামলা দায়েরকারী অভিযোগ করেছেন যে AMFI কোনও দৃঢ় যুক্তি ও ভিত্তি ছাড়াই প্রচার করছে বিজ্ঞাপনে 'মিউচুয়াল ফান্ড সহি হ্যায়'। পিটিশনে বলা হয়েছে যে, এই বিজ্ঞাপনী প্রচারগুলি মিউচুয়াল ফান্ডের সীমাবদ্ধতা এবং ঝুঁকিগুলি উল্লেখ না করে ইতিবাচক দিকগুলিই প্রদর্শন করছে। এই প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন। তিনি আরও উল্লেখ করেন যে এই বিজ্ঞাপনগুলিতে বিনিয়োগকারীদের শিক্ষা বা সচেতনতামূলক কোনও উপাদান নেই। এটি কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই নির্মিত হয়েছে, যা শুধুমাত্র AMFI সদস্যদের সুবিধের জন্য এবং বিনিয়োগের স্বার্থ এক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।


উচ্চ আদালতের পদক্ষেপ


১৮ ডিসেম্বর এই মামলার গুরুত্বের কথা বিচার করে বম্বে উচ্চ আদালত সেবি এবং এএমএফআইকে নোটিশ জারি করেছে। এই প্রসঙ্গে জনস্বার্থ সম্পৃক্ত থাকায় এই পদক্ষেপ করেছে আদালত।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Multibagger Stock: ১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?