SIP: মাসে-মাসে এসআইপির মাধ্য়মে বিনিয়োগ (Investment) করেও অনেক সময় আশানুরূপ রিটার্ন (Return)পাওয়া যায় না। সেই ক্ষেত্রে ভাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Mutual Fund Investment) না করলে উল্টে লাভের (Profit) থেকে লোকসানও(Loss) হতে পারে স্বল্প মেয়াদে। তাই এখানে রইল অল্প সময়ে দ্বিগুণ হয়েছে এমন কয়েকটি হাইব্রিড ফান্ডের নাম (Hybrid Mutual Fund)।


কীভাবে বাছবেন
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীরা অতীতের রিটার্নগুলি পরীক্ষা করেন। পাশপাশি ইনভেস্টাররা একই বিভাগে একই ধরনের স্কিমের সঙ্গে  তুলনা করেই ফান্ড বাছেন। যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলি পরপর কয়েক বছর ধরে বেশি রিটার্ন দেওয়ার প্রবণতা রাখে সেগুলি হাই-রিটার্ন দিতে না পারলে তুলনায় অধিক লাভজনক বলে মনে করা হয়।


১ লাখ দিলে ২.১০ লক্ষ পেতেন
বাজার বিশেষজ্ঞরা কয়েকটি অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ডের অতীতের রিটার্ন পরীক্ষা করে কিছু তথ্য পেয়েছেন। যা গত পাঁচ বছরে 16 শতাংশের বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে। সেই অনুযায়ী যদি একজন বিনিয়োগকারী পাঁচ বছর আগে সেই স্কিমের মধ্যে একটিতে 1 লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তা বেড়ে 2.10 লাখ হয়ে যেত অর্থাৎ দ্বিগুণেরও বেশি।


অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড কাদের জন্য 
অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ডগুলি বেশি ঝুঁকির বিনিয়োগকারীদের জন্য ধরা হয়। কারণ তাদের ইক্যুইটি বরাদ্দ 65 থেকে 80 শতাংশের মধ্যে থাকে, বাকি সম্পদগুলি ঋণে বিনিয়োগ করা হয়।


ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড কী
ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইক্যুইটির জন্য বরাদ্দ 40 থেকে 60 শতাংশের মধ্যে থাকে, যেখানে ডিফেন্সিভ হাইব্রিড ফান্ডে ইক্যুইটিতে বরাদ্দ মোট সম্পদের 10 থেকে 25 শতাংশ হয়।


কোন ফান্ড কত বেশি দিয়েছে
কোয়ান্ট অ্যাবসোলিউট ফান্ড এই ক্ষেত্রে দিয়েছে সর্বোচ্চ 23.90 শতাংশ রিটার্ন । ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে গত পাঁচ বছরে কোটাক ইক্যুইটি হাইব্রিড ফান্ড 16 শতাংশ (শীর্ষ-পারফর্মিং স্কিমগুলির মধ্যে) সর্বনিম্ন রিটার্ন দিয়েছে। এছাড়াও রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিড অ্যান্ড স্মল ক্যাপ ইক্যুইটি অ্যান্ড ডেট ফান্ড। যা বিগত পাঁচ বছরে 20.06 শতাংশ রিটার্ন দিয়েছে।


তার মানে ধরা যেতে পারে একজন খুচরো বিনিয়োগকারী যদি পাঁচ বছর আগে কোয়ান্ট অ্যাবসলিউট ফান্ডে 1 লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে এখন পর্যন্ত তা বেড়ে 2.91 লাখ টাকা হয়ে যেত। যদি কেউ একই পরিমাণ কোটাক ইক্যুইটি হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করে থাকে, তাহলে তা বেড়ে 2.10 লাখ হয়ে যেত। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )