Mutual Funds: শেয়ার বাজারের ঝুঁকির মাঝে ভরসা জোগাচ্ছে মিউচুয়াল ফান্ড। ফিক্সড ডিপোজিটের সুদের হার কম হওয়ায় এখন বিনিয়োগকারীদের অনত্যম বিকল্প এই ফান্ড। বর্তমানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে আরও বেশি বিনিয়োগ করছেন লগ্নিকারীরা। এই এসআইপি-এর মাধ্যমে মাসে-মাসে টাকা জমিয়ে বড় তহবিল তৈরি করতে পারবেন আমানতকারীরা।আজ আমরা আপনাকে কিছু মিউচুয়াল ফান্ড স্কিম সম্পর্কে বলব যা দুর্দান্ত রিটার্ন দেয়। তবে তার আগে জেনে নেওয়া যাক এই এসআইপি কী ?

SIP কী ?

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে প্রতি মাসে এসআইপি-তে টাকা বিনিয়োগ করা হয়।এসআইপি-তে বিনিয়োগ যেকোনও সময় বন্ধ, কমানো বা বাড়ানো যেতে পারে।আপনি SIP বন্ধ করার পরেও একই স্কিমে বিনিয়োগ করতে পারেন।অনেক ফার্ম ও রেটিং এজেন্সি বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে মিউচুয়াল ফান্ডকে রেটিং দেয়। সেই মাপকাঠির মধ্যে রিটার্ন, পোর্টফোলিও, লিক্যুইডিটি ইত্যাদি রয়েছে। এর মধ্যে জনপ্রিয় হল ক্রাইসিল, মর্নিংস্টার ও ভ্যালু রিসার্চ। আমরা আপনাকে ৩টি মিউচুয়াল ফান্ড এসআইপি সম্পর্কে জানাব। যেগুলিকে এই সংস্থাগুলি ১ থেকে ৫-এর মধ্যে রেটিং দিয়েছে।

Canara Robeco Bluechip Equity Fundমর্নিং স্টার ও ভ্যালু রিসার্চ এই মিউচুয়াল ফান্ডকে ৫ স্টার রেটিং দিয়েছে। পাশাপাশি CRISIL এই ফান্ডকে ১ নম্বরে রেখেছে। তহবিলের আয়ের একটি মজবুত ট্র্যাক রেকর্ড রয়েছে এই মিউচুয়াল ফান্ডের। বাণিজ্যিকভাবে শক্তিশালী পোর্টফোলিও রয়েছে এই ফান্ডের। ন্যূনতম ১০০০ দিয়ে এতে এসআইপি করা যাবে।

Mirae Asset Large Cap Fundএই তহবিলটিকে CRISIL ও ভ্যালু রিসার্চ ৫ স্টার রেটিং দিয়েছে।এটি একটি লার্জ ক্যাপ ফান্ড। যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী মূলধন দিয়ে থাকে। তহবিলের ১ বছরের রিটার্ন ৩৩ শতাংশ। যেখানে ৩ বছরের রিটার্ন বার্ষিক ভিত্তিতে ৬৫ শতাংশ। ফান্ড ৫ বছরে রিটার্ন দিয়েছে ১৭.৫৩ শতাংশ।

Axis Bluechip Fundঅ্যাক্সিস ব্লুচিপ ফান্ডকে ভ্যালু রিসার্চ ৫ স্টার ও Morningstar ৫ স্টার রেটিং দিয়েছে। তহবিলটি ১ বছরে ২৮.৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫ বছরে ফান্ডের রিটার্ন এসেছে ১৭.১৯ শতাংশ।তহবিলের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ৩৩,০০০ কোটি টাকা।