KYC Rules: হাজারও বিনিয়োগকারীদের বিরাট স্বস্তি দল সেবি। মিউচুয়াল ফান্ডে যে সমস্ত ব্যক্তি নিয়মিত বিনিয়োগ করছেন, তাঁদের জন্য এবার সুখবর। বাজার নিয়ন্ত্রক সেবি এবার মিউচুয়াল ফান্ডের KYC-র নিয়ম আরও সহজ করে তুলেছে। এর ফলে এক কোটিরও বেশি বিনিয়োগকারীদের সুবিধে হবে। যে সমস্ত বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে KYC হোল্ডে রাখা ছিল, স্বস্তি পেলেন তাঁরা।


KYC-তে ছাড় দিয়েছে সেবি


সেবি এই হোল্ডে রাখা মিউচুয়াল ফান্ডের KYC-র নিয়মে ছাড় দেওয়ার পরে KYC Registration Agencyগুলি অফিসিয়াল ডেটাবেস থেকে প্যান নম্বর, নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বরের মত তথ্য যাচাই করে নিতে বলেছে এবং সেবি জানিয়েছে এই তথ্য যাচাইতে যদি সব ঠিক প্রমাণ হয় তবেই তা বৈধ রেকর্ড বলে ধরে নেওয়া হবে।


১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম


এর আগে সেবির পক্ষ থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের নিয়মে কড়া পদক্ষেপ করেছিল। আর সেই নিয়মে বদলে কারণে নতুন করে KYC জমা দিতে হয় বিনিয়োগকারীদের। ১ এপ্রিল থেকে যে সমস্ত মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী KYC করাননি অ্যাকাউন্টের, তাঁদের অ্যাকাউন্ট হোল্ডে রাখা হয়েছিল।


আটকে রাখা হয়েছিল বহু অ্যাকাউন্ট


বলা হয়েছে যে প্রায় ১.৩ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট অসম্পূর্ণ কেওয়াইসির কারণে আটকে ছিল, হোল্ডে রাখা হয়েছিল। কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সির তরফ থেকে বলা হয়েছিল বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে প্রাথমিক কেওয়াইসি করার সময় যে নথিগুলি ব্যবহার করেছিলেন, সেগুলি এখন আর অফিসিয়ালি বৈধ নয়। যারা আধারের মাধ্যমে কেওয়াইসি করাননি, তাঁদের অ্যাকাউন্টও হোল্ডে রাখা হয়েছিল। এই বিনিয়োগকারীরা সেবির এই নতুন নিয়মে ছাড় পাবেন সবথেকে বেশি।


কী স্বস্তি মিলবে


প্রবাসী ভারতীয়দের মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের জন্য এই কেওয়াইসির কারণে বিপুল সমস্যা হয়েছিল। অনেকেই কেওয়াইসি হোল্ডে থাকার কারণে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেননি। এখন KRA থেকে এই নথিগুলি যাচাই করার পরেই হোল্ডে রাখা অ্যাকাউন্ট ফের সক্রিয় হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টের কেওয়াইসি সম্পূর্ণ বলে বিবেচিত হবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Dividend Stocks: এপ্রিলে এসেছে IPO, তালিকাভুক্ত হওয়ার পরেই ডিভিডেন্ড ঘোষণা এই টেলিকম সংস্থার