PM Modi On Ayushman Bharat : আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি। এদিন ৭০ উর্ধ্ব প্রবীণদের জন্য 'বিনামূল্যে চিকিৎসা প্রকল্প' উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, 'এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী।'
কল্যাণী এইমসের ৩টি ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর
এবার ৭০ বছরের বেশি বয়সীরাও পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা (Ayushman Bharat)। মঙ্গলবার সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজই কল্যাণী এইমসের ৩টি ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত নিয়ে ২ রাজ্যের মনোভাবে তিনি ব্যথিত বলে মন্তব্য করেন নমো।
কোন কার্ডে থাকলে পাবেন বিনামূল্যে চিকিৎসা ?
এবার ৭০ বছরের বেশি বয়সীরাও পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা (Ayushman Bharat)। মঙ্গলবার সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
আয়ুষ্মান ভারত 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের জন্য করা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, "৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন; তাদের 'আয়ুষ্মান বয়ঃ বন্দনা' কার্ড দেওয়া হবে। স্কিমটির সুবিধা পেতে চান এমন একজন বয়স্ক ব্যক্তিকে অবশ্যই একটি "আয়ুষ্মান বয়ঃ বন্দনা কার্ড" রাখতে হবে।
আয় নির্বিশেষে সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য কভারেজ
সরকার প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, "আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) ফ্ল্যাগশিপ স্কিমের একটি বড় সংযোজন হিসাবে PM মোদি 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য কভারেজের সম্প্রসারণ করেছেন। এটি আয় নির্বিশেষে সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য কভারেজ প্রদানে সহায়তা করবে।
কত টাকার কভারেজ পাবেন প্রবীণরা
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই জাতীয় স্বাস্থ্য প্রকল্পের লক্ষ্য হল, হাসপাতালে ভর্তির খরচের জন্য ₹5 লক্ষ পর্যন্ত কভারেজ প্রদান করা। কিন্তু দুঃখজনকভাবে, রাজনৈতিক স্বার্থ দিল্লি এবং বাংলা এর বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।" মোদি সরকার জানিয়েছে, প্রায় ৪ কোটি মানুষ আয়ুষ্মান ভারত যোজনা থেকে উপকৃত হয়েছেন।