Netflix: ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) এবং স্ট্রিমিং জায়ান্ট (Streaming Giant) হিসেবে নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয়তা রয়েছে বিশ্বের প্রায় সব দেশেই। সম্প্রতি এই সংস্থা একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চাদের সিনেমা এবং টিভি সিরিজের মাঝখানে নেটফ্লিক্স বিজ্ঞাপন দেখাবে না (not to stream ads during movie) বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডিজনি প্লাস হটস্টার চলতি বছর মে মাসেই ঘোষণা করেছিল যে বাচ্চাদের অনুষ্ঠানের মাঝে তারা বিজ্ঞাপন দেখাবে না। অনুমান, প্রতিদ্বন্দ্বী সংস্থকে প্রতিযোগিতায় টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। TechCrunch সংস্থার রিপোর্টে বলা হয়েছে নেটফ্লিক্স সংস্থা তার পার্টনার কোম্পানিগুলিকে জানিয়েছে যে বাচ্চাদের প্রোগ্রাম কমার্সিয়াল ফ্রি অর্থাৎ বিজ্ঞাপন মুক্ত হবে।
তবে নেটফ্লিক্সের জনপ্রিয় অরিজিনাল সিরিজ যেমন 'Stranger Things', 'Bridgerton', 'Squid Game'- এইসবের ক্ষেত্রে বিজ্ঞাপন দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে বিজ্ঞাপন ক্ষতিকর বলে দাবি করেছে বিশ্বের বিভিন্ন সংস্থা। সেই তালিকাতেই রয়েছে American Psychological Association- এর মতো সংগঠন। তারা শিশুদের জন্য তৈরি হওয়া প্রোগ্রামের ক্ষেত্রে বিজ্ঞাপন আরোপিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব জানিয়েছে।
নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্ল্যান অন্যান্য ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের তুলনায় অনেকটাই বেশি। সেইজন্য একধাক্কায় অনেকটাই কমেছে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার। তবে এই ক্ষতিপূরণের জন্য সম্প্রতি নেটফ্লিক্সের তরফে ঘোষণা করা হয়েছিল যে গ্রাহকদের জন্য বিজ্ঞাপন ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করবে নেটফ্লিক্স। সম্প্রতি আবার এও শোনা গিয়েছে যে নেটফ্লিক্সের অ্যাড সাপোর্টেড প্ল্যানে ইউজাররা বিভিন্ন শো বা সিনেমা ডাউনলোড করতে পারবেন না।
জুটি বেঁধেছে মাইক্রোসফট (Microsoft) এবং স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স (Netflix)। তারা জানিয়েছে, একজোট হয়েই এবার লঞ্চ করবে নেটফ্লিক্সের বিজ্ঞাপন- সহ সাবস্ক্রিপশন (ad-supported subscription) প্ল্যান। কয়েক মাস আগে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা নতুন ad-supported সাবস্ক্রিপশন প্ল্যান চালু করবে। কারণ এমনিতেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্ল্যান যথেষ্ট চড়া। তাই ক্রমশ কমছিল সাবস্ক্রাইবারের সংখ্যা। সেই জন্যই এই নতুন ad-supported সাবস্ক্রিপশন লঞ্চ করতে চলেছে নেটফ্লিক্স। আর তাই জন্যই মাইক্রোসফটের সঙ্গে জুটি বেঁধেছে এই স্ট্রিমিং জায়ান্ট। প্রসঙ্গত উল্লেখ্য, নেটফ্লিক্সের এই নতুন ad-supported সাবস্ক্রিপশনের খরচ তুলনায় অনেকটাই কম হবে বলে শোনা গিয়েছে। মাইক্রোসফট এবং নেটফ্লিক্স, দুই সংস্থাই তাদের ব্লগ পোস্টে জানিয়েছে যে একজোট হয়ে তারা ad-supported subscription চালু করবে।
আরও পড়ুন- ভারতে 'নর্ড' ব্র্যান্ডের ইয়ারফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস, তালিকায় আরও অনেক কিছু