GST Reform: পুজোর আগে বড় স্বস্তি সাধারণ মানুষের। জিএসটি সংস্কারে হাঁফ ছেড়ে বাঁচল যেন সাধারণ মানুষ। স্বাস্থ্যবিমার উপর কোনও জিএসটি নেই, অপরিহার্য ওষুধের দামের উপরে কোনও জিএসটি (New GST Rate List) নেই। এই নতুন সংস্কারে ও জিএসটি হারে খুশি নাগরিকদের একাংশ। এখন থেকে কেবলমাত্র দুটি স্ল্যাব থাকবে জিএসটিতে ৫ শতাংশ ও ১৮ শতাংশ। আর বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি আরোপিত হবে। এই নতুন জিএসটি হার (GST Slab) নিয়ে সাধারণ বাঙালির কার কী প্রতিক্রিয়া ?

জনৈক নাগরিক জানান, “জিএসটি নিয়ে নতুন ঘোষণায় জানা গিয়েছে যে তেল, শ্যাম্পু ইত্যাদি বেশি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। শুনে খুবই খুশি হয়েছি। আর সবথেকে বড় কথা হল ওষুধের উপর জিএসটি কমেছে। সেটার কারণে ওষুধের দাম কমতে চলেছে, এতে আমার অনেক উপকার হবে।”

আবার অন্য এক নাগরিক জানিয়েছেন স্বাস্থ্যবিমায় ১৮ শতাংশ জিএসটি তুলে দেওয়াতে খুব উপকার হবে, খরচ বাঁচবে। আর ৩৩টি ওষুধের উপর জিএসটি তুলে দেওয়ায় লাভবান হব বলেই মনে করছি। কিন্তু স্বাস্থ্যবিমার ক্ষেত্রে জিএসটি ছাড় ঘোষণা হয়েছে ইন্ডিভিজুয়াল বিমার উপরে, জনৈকের দাবি গ্রুপ বিমায় ছাড় কতটা তা স্পষ্ট নয়। তবে সবজি, খাবারের জিনিসের দাম যে হারে ঊর্ধ্বগামী তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। এই জিএসটি হার সংস্কারে খাদ্যপণ্যের দাম কতটা কমবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষের একাংশ। নিত্যদিনের বাজার খরচে স্বস্তি পেলে খুশি হবেন প্রবীণ নাগরিকরাও।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিমা ও জীবনবিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হত যা এবার উঠে যাচ্ছে। স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত জানাচ্ছেন, পুরনো কর কাঠামোতে আগে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় ছাড় দেওয়া হত, কিন্তু নতুন কর কাঠামোতে সেই অবস্থান তুলে নেওয়া হয়েছে। জিএসটির চাপ কমানোর জন্য এই নতুন ঘোষণা মানুষকে অনেকটাই স্বস্তি দেবে। মানুষের সামাজিক ও পারিবারিক সুরক্ষার জন্য আগে বিমা করানোর উপর জোর দেওয়া হত আর তা করে ছাড়ও দেওয়া হত। বয়স্ক, পূর্বানুক্রমিক রোগ রয়েছে এমন ব্যক্তিদের অনেক টাকার প্রিমিয়াম দিতে হত আর এর সঙ্গে আরও কিছু অতিরিক্ত টাকা প্রতি বছর দিতে হত জিএসটি হিসেবে যা মানুষের উপর অনেকটাই চাপ সৃষ্টি করত, এবার তা কমবে নতুন জিএসটি সংস্কারে।

এই ওষুধগুলিতে কোনও জিএসটি নেই আর

Agalsidase Beta

Imiglucerase

Eptacog alfa activated recombinant coagulation factor VIIa

Onasemnogene abeparvovec

Asciminib

Mepolizumab

Pegylated Liposomal Irinotecan

Daratumumab

Daratumumab subcutaneous

Teclistamab

Amivantamab

Alectinib

Risdiplam

Obinutuzumab

Polatuzumab vedotin

Entrectinib

Atezolizumab

Spesolimab

Velaglucerase Alpha

Agalsidase Alfa

Rurioctocog Alpha Pegol

Idursulphatase

Alglucosidase Alfa

Laronidase

Olipudase Alfa

Tepotinib

Avelumab

Emicizumab

Belumosudil

Miglustat

Velmanase Alfa

Alirocumab

Evolocumab

Cystamine Bitartrate

CI-Inhibitor injection

Inclisiran