নয়াদিল্লি: আর মাত্র কদিন। এই মাসেই বাজারে আসতে চলেছে হুন্ডাই ভেন্যু। ১৬ জুন, লঞ্চ হচ্ছে, জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা। হুন্ডাইয়ের ভেন্যু (Hyundai Venue) ভারতের এসইউভি মার্কেটে আলোড়ন ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, ভেন্যু হুন্ডাইয়ের তরফে প্রথম সান কম্প্যাক্ট এসইউভি (Sun compact SUV) এবং  কানেক্টেড কার টেকনোলজি (Connected Car technology) থাকছে এই গাড়িতে, এই ফিচার থাকা এটিই প্রথম গাড়ি। ভারতের গাড়ির বাজারে ক্রমশ প্রতিযোগিতা বাড়তে থাকায়, হুন্ডাই ভেন্যুর জনপ্রিয়তা ধরে রাখার জন্যই এই পদক্ষেপ বসে সূত্রের খবর।




ডিজাইনে চমক:
হুন্ডাইয়ের তরফে গাড়ির ছবি প্রকাশ করা হয়েছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে, আরও জবরদস্ত ফিচার করা হচ্ছে হুন্ডাই ভেন্যুতে। ফ্রন্ট এন্ড গ্রিল (Front End grill) এবং বাম্পারেও (Bumper) নানা পরিবর্তন আনা হচ্ছে। এখন হুন্ডাই যে এসইউভি বাজারে আনছে, তার যে ডিজাইন করা হয়েছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই নতুন হুন্ডাই ভেন্যুর (New Hyundai Venue) ডিজাইন করা হচ্ছে।  Hyundai Tucson-এর মতোই ডিজাইনের ধারা থাকছে। ডার্ক ক্রোম গ্রিল (Dark Chrome Grill) অন্যতম হাইলাইটস এই গাড়িটিতে। তার সঙ্গেই কানেক্টিং এলইডি টেইলল্যাম্প (connecting LED taillamps) নতুন ডিজাইন। যার ফলে অনেকটাই নতুন হয়েছে এর ডিজাইন। তার সঙ্গেই আরও বেশ কিছু ফিচার থাকার আশা করা হচ্ছে। আরও কিছু আধুনিক ফিচার, নিরাপত্তা সংক্রান্ত ফিচার আসতে চলেছে নতুন হুন্ডাই ভেন্যুতে। আশা করা হচ্ছে, আগের মডেলের তুলনায় টাচস্ক্রিনের আয়তন আরও বাড়তে পারে। ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারেও বেশ কিছু চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।


ইঞ্জিনে নজর?
মনে করা হচ্ছে নতুন হুন্ডাই ভেন্যু পেট্রোল ও ডিজেল দুইরকম ইঞ্জিন অপশনেই লঞ্চ হবে। দুই রকম পেট্রোল ইঞ্জিন থাকবে। একটি হল ১ লিটারে টার্বো পেট্রোল (Turbo Petrol) ইঞ্জিন এবং অন্যটি ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এর সঙ্গেই থাকবে ডিজেল (Diesel) ইঞ্জিন অপশনও। গিয়ারবক্সের (Gearbox) ক্ষেত্রেও অপশন। DCT অটোমেটিক এবং ম্যানুয়াল (manual) দুইরকম গিয়ার অপশন থাকছে নতুন হুন্ডাই ভেন্যুতে। iMT অপশন টার্বো পেট্রোল ইঞ্জিনের ভ্যারিয়েন্টে এবং DCT ভ্যারিয়েন্টে প্যাডল শিফটার (Paddle Shifters) থাকবে। লঞ্চের দিন যত এগিয়ে আসবে আরও কিছু তথ্য আসতে পারে বলে মনে করা হচ্ছে।  


আরও পড়ুন: কিয়া ইভি সিক্স এল ভারতে, দাম কত জানেন?