Bank Scam: এই ব্যাঙ্কের উপর দু'দিন আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক, বলা হয়েছিল গ্রাহকরা এই ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না। এবার প্রকাশ্যে এল বড়সড় আর্থিক জালিয়াতির ঘটনা। মুম্বইয়ের নিউ ইন্ডিয়া ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজারকে (New India Co-Operative Bank) আটক করেছে পুলিশ। ব্যাঙ্ক থেকে ১২২ কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে তার নামে। জানা গিয়েছে হিতেশ প্রবীণ মেহতা নামের সেই জেনারেল ম্যানেজারের (Bank Scam) দায়িত্বে ছিল গোরেগাঁও এবং দাদর শাখার দায়িত্ব আর সেই সময়েই উভয় শাখার অ্যাকাউন্ট থেকে তিনি এই টাকা সরিয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ FIR দায়ের করেছে
এই ব্যাঙ্কের চিফ অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ হয়েছে, হিতেশ প্রবীণ ছাড়াও এই জালিয়াতিতে আরও একজন ব্যক্তি জড়িত রয়েছে। মামলার গভীরতা এবং গাম্ভীর্য বুঝে তদন্তের জন্য ইকোনমিক অফেন্স উইংকে ট্রান্সফার করা হয়েছে। দাদর পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির ৩১৬ (৫) এবং ৬১ (২) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। এখন ইকোনমিক অফেন্স উইংয়ের তদন্তে জানা যাবে কীভাবে এত বড় মাপের জালিয়াতি হল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছেন। এমনকী এও জানা যাবে যে ব্যাঙ্কের পক্ষ থেকে সুরক্ষানীতি মানার জন্য কোনো অবহেলা করা হয়েছে কিনা।
কড়া নিষেধাজ্ঞা লাগু হয়েছে
এর আগে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে অনিয়মের কারণে রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের কার্যক্রমের উপর বেশ কয়েকটি ব্যাঙ্কিং ব্যবসা-সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরবিআইয়ের এই নির্দেশের পর নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক গ্রাহকদের কোনও ঋণ দিতে পারবে না এবং গ্রাহকদের কাছ থেকে আমানতও গ্রহণ করতে পারবে না। আর এই সিদ্ধান্তের পরে গ্রাহকদের মধ্যে হুলুস্থুল পড়ে গিয়েছে। ব্যাঙ্কের শাখার সামনে অজস্র গ্রাহকের ভিড়। অনেকেই সমস্যায় পড়েছেন এই ঘটনায়।
নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্কের বিগত ২ বছরের আর্থিক প্রতিবেদনে দেখা গিয়েছে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যাঙ্কের এবং ২০২৩ সালে ৩১ কোটি টাকা লোকসান হয়েছিল এই ব্যাঙ্কের।
আরও পড়ুন: RBI News: এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি RBI-এর! টাকা তুলতে পারবেন না গ্রাহকরা, মাথায় বাজ!