2022 Mahindra Scorpio: টিজার প্রকাশ্যে এসেছে আগেই। এবার নতুন মহিন্দ্রা স্করপিও (New Mahindra Scorpio) লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল Mahindra & Mahindra। যদিও বিশ্বব্যাপী লঞ্চের আগেই এর বিবরণ ফাঁস হয়ে গেছে অনলাইনে।


New Mahindra Scorpio: নতুন মহিন্দ্রা স্করপিওতে বিশেষ কী রয়েছে


নতুন Mahindra Scorpio গাড়িকে 'Z101'কোডনাম দিয়েছে কোম্পানি। অনলাইনে ফাঁস হয়েছে সেই খবর। নতুন প্রজন্মের Mahindra Scorpio-এর ফাঁস হওয়া বিবরণ থেকে জানা যায়, নতুন SUV সামনের দিকে আরও বেশি পেশিবহুল সিক্স-স্ল্যাট ক্রোম এমবেলিশড গ্রিল-সহ আসবে। পুরনো প্রজন্মের মাহিন্দ্রা স্করপিওতে রয়েছে আগের লোগো। যদিও Mahindra Scorpio-র অফিশিয়াল টিজার থেকে জানা গিয়েছে, নতুন গাড়িতে 'Twin Peaks' লোগো দেওয়া হবে, যেটি XUV700-এর মতোই দেখতে হবে।


2022 Mahindra Scorpio: নতুন মহিন্দ্রা স্করপিওর বৈশিষ্ট্য


Mahindra Scorpio-তে একটি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, যা C-আকৃতির LED DRL-এর সঙ্গে টপ-স্পেক ট্রিমগুলিতে  অল-এলইডি ইউনিট হিসাবে দেওয়া হবে। SUV-র সাইড প্রোফাইলের কথা বললে, এতে মাল্টি-স্পোক অ্যালয় হুইল দেওয়া হবে। এছাড়াও SUV-র পিছনে স্ট্রেইট LED টেলল্যাম্প পাওয়া যাবে। 


New Mahindra Scorpio: কী ইঞ্জিন থাকছে নতুন স্করপিওতে ?
নতুন প্রজন্মের Scorpio-তে 2.0-লিটার mStallion টার্বোচার্জড পেট্রোল মোটর ও 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন থাকতে পারে। 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও 6-স্পিড টর্ক-কনভার্টার AT ট্রান্সমিশন অপশন হিসাবে দেওয়া হতে পারে গাড়িতে। নতুন Mahindra Scorpio আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে। আগামী মাসে মাহিন্দ্রা স্করপিওর 20 তম বছর। 2002 সালে প্রথম Mahindra Scorpio গাড়ি লঞ্চ হয়। সেই উপলক্ষে আগামী মাসে আসতে পারে গাড়ি।


New Mahindra Scorpio: কত ইঞ্চির চাকা ?
নতুন Scorpio-তে সম্ভবত 18-ইঞ্চির চাকা থাকতে পারে। গাড়িতে ক্রোম বেল্টলাইন সি-পিলার থেকে উঠছে। XUV700-এর মতো গ্র্যাব হ্যান্ডেলগুলির জন্য কোনও ফ্ল্যাশ ডিজাইন নেই। যদিও বডি ক্ল্যাডিংয়ে কিছুটা সিলভার ফিনিস দেওয়া হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে,SUV-র পিছনের অংশটি নতুন করে ডিজাইন করা হয়েছে। যেখানে সাইড-হিংড টেলগেট রয়েছে৷ নিচে পিছনের বাম্পারটি অনেক বেশি চ্যাপ্টা রেখেছে কোম্পানি। এছাড়াও বাম্পারের উভয় পাশে দুটি রেয়ার লাইট রয়েছে, যার মধ্যে একটি ক্রোম স্ট্রিপ ব্যবহার করেছে কোম্পানি।


আরও পড়ুন : Toyota-Maruti SUV 2022: মারুতি-টয়োটা আনছে নতুন এসইউভি, কবে ভারতে লঞ্চ জানেন ?