New Baleno vs Swift AMT: একই পরিবারের দুই সদস্য। অথচ বিক্রির সংখ্যা ও ডিজাইনে একে অপরকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে মারুতির এই দুই মডেল। বুধবার ভারতের বাজারে বালোনো ফেসলিফ্ট লঞ্চ করায় ফের উঠেছে সেই প্রশ্ন। দেশের হ্যাচব্যাক গাড়ির বিভাগে কে এগিয়ে, সুইফট না বালেনো ?


Baleno vs Swift: বিক্রির সংখ্যা ও উভয় গাড়ির ব্র্যান্ড ইমেজের ক্ষেত্রে বালেনো ও সুইফটের প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। বহু বছর ধরে নিজের ব্র্যান্ড ইমেজ গড়তে সফল হয়েছে সুইফট। বর্তমানে একটি আইকনিক ব্র্যান্ড হয়ে উঠেছে মারুতি সুজুকির এই গাড়ি। প্রতি বছরই প্রচুর সংখ্যায় বিক্রি হয় এই গাড়ি। তবে বিগত বছরগুলিতে সুইফটকে কড়া টক্কর দিচ্ছে Baleno। আজ আমরা Baleno AMT-র সঙ্গে Swift AMT-র তুলনা করব।


New Baleno vs Swift AMT: কোন গাড়ি বেশি বড় ?  স্পষ্টতই এই তুলনায় এগিয়ে বালেনো। তবে কিন্তু বিশাল ব্যবধানে এগিয়ে নয় এই গাড়ি। বালেনোর দৈর্ঘ্য 3,990 এমএম সেখানে সুইফটের দৈর্ঘ্য 3845 এমএম। সুইফটের 1745 এমএম বনাম বালেনোর প্রস্থ 1735। তবে নতুন Baleno-তে দেওয়া হয়েছে ১৬ ইঞ্চির অ্যালোয় হুইল। সেখানে সুইফটে রয়েছে ১৫ ইঞ্চির চাকা।




Baleno vs Swift: কার কেবিন বেশি ভাল ? এই বিভাগে এগিয়ে বালেনো। কারণ এতে রয়েছে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি নতুন 9 ইঞ্চি টাচস্ক্রিন,  360 ডিগ্রি ক্যামেরা, পিছনে এসি ভেন্ট, হেডস আপ ডিসপ্লে, 6টি এয়ারব্যাগ, কানেকটেড কার প্রযুক্তি ছাড়াও আরও অনেক কিছু বৈশিষ্ট্য৷ সুইফট-এ এলইডি হেডল্যাম্প, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ছাড়াও টাচস্ক্রিন রয়েছে। যা বালেনোতেও পাবেন আপনি। বালেনোতে পাবেন একটি সাধারণ রেয়ার ভিউ ক্যামেরা সহ পুরানো টাচস্ক্রিন ফিচার। এতে পিছনের সিটে এসি ভেন্টও পাবেন না।


New Baleno vs Swift AMT: কোনটি বেশি শক্তিশালী ? এখানে উভয় গাড়িতেই 90hp শক্তি সহ ডুয়ালজেট 1.2l পেট্রোল ইঞ্জিন রয়েছে। সুইফট হালকা হওয়ায় এর পারফরম্যান্স আরও বেশি। বালেনোর প্লাটফর্মও একে অনেকটাই হালকা গাড়ি করেছে। তাই গতি বা চালানোর দিক দিয়ে এটি বেশ দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। উভয় গাড়ি একই প্ল্যাটফর্ম ব্যবহার করে। উভয় গাড়িই স্ট্যান্ডার্ড হিসাবে একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও অপশন হিসাবে একটি 5-স্পিড AMT ব্যবহার করে।


Baleno vs Swift: কোনটি বেশি কার্যকর ? দক্ষতার দিক থেকে কম যায় না কেউ। সুইফট AMTদেয় 23.76 kmpl মাইলেজ। সেই জায়গায় Baleno AMT দেয় 22.94 kmpl।  তাই দক্ষতার দিক দিয়ে প্রায় এক শ্রেণিতে পড়ে দুই হ্যাচব্যাক কার।


New Baleno vs Swift AMT: কোন গাড়ি কিনবেন ? Swift-এর দাম 5.9 লক্ষ থেকে শুরু, যার টপ মডেলের দাম 8.77 লক্ষ টাকা। সেখানে Baleno-এর দাম 6.3 লক্ষ থেকে 9.4 লক্ষ টাকার মধ্যে। সুইফ্ট সস্তা ও হালকা হওয়ার কারণে আরও বেশি পারফরম্যান্স/মাইলেজ অফার করে। তবে বালেনো আরও বেশি জায়গা, আরও ফিচার দিয়ে থাকে। দুই গাড়ির দামের পার্থক্য বেশি নয়। আমরা মনে করি, সুইফ্টের তুলনায় Baleno AMT হল আরও মূল্যবান বিকল্প।