নয়াদিল্লি: সম্প্রতি হন্ডা সিটি (Honda City) হাইব্রিড লঞ্চ হয়েছে। এখন যেভাবে জ্বালানির দাম লাফিয়ে বাড়ছে, তাতে এমন ধরনের গাড়ি আরও বেশি করে বাজারে আসবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। আপাতত সূত্রের খবর, গাড়ির বাজারে আসতে পারে দুটো নতুন হাইব্রিড এসইউভি। একটা টয়োটার এবং আরেকটি মারুতির। 


দুই সংস্থার হাত ধরাধরি:
সূত্রের খবর, ভারতের বাজারে আসতে পারে ওই দুই সংস্থার দুটি আলাদা এসইউভি (SUV)। তবে এটাই প্রথম যেখানে এই দুটি সংস্থা একসঙ্গে গাড়ি তৈরির কাজ করবে। এতদিন পর্যন্ত মারুতির (Maruti) গাড়িই ডিজাইন ও ফিচারে পরিবর্তন করে মডেল বাজারে আনত টয়োটা। এবার প্রথম যুগ্ম কাজ হবে। বেঙ্গালুরুতে টয়োটার (Toyota) প্ল্যান্টে তৈরি হবে সেই গাড়িটি। 


কড়া টক্কর:
গাড়ির বাজারে বিপুল চাহিদা রয়েছে এসইউভি-র। এখন বাজারে রয়েছে হুন্ডাই ক্রেটা (Hyundai Creta) এবং কিয়া সেলটোস (Kia Seltos)। এই সেগমেন্টের সঙ্গেই কড়া টক্কর দিতে পারে নতুন এই দুটি মডেল। মারুতি ও টয়োটার নতুন এই দুটি মডেল ৪ মিটারের চেয়ে বেশি লম্বা হবে। ক্রেটা ও সেলটোসের আয়তনের সমানও হবে। 


মনে করা হচ্ছে, টয়োটার মডেলটিই আগে বাজারে আসবে। তার পরে আসবে মারুতির মডেলটি। যদিও এতদিনের যে ধারা, মারুতির গাড়ি আগে লঞ্চ হতো, তারপরে বাজারে আসত টয়োটার মডেল। দুটি মডেলের স্টাইল একেবারেই আলাদা হবে, স্কোডা ও ভোক্সওয়াগনের কুশাক-টাইগান (Kushaq/Taigun) জুটির মতোই। দুটি সংস্থার নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন হবে মারুতি ও টয়োটার নয়া মডেলের। 




কী থাকতে পারে?
মনে করা হচ্ছে ১৭ইঞ্চির চাকা থাকবে। LED হেডল্যাম্প থাকবে। তবে ডিজাইন আলাদা হবে। এছাড়া গ্রিল ডিজাইন, ফ্রন্ট ও রিয়ার বাম্পার (Front and Rear Bumper)-এরও ডিজাইন একদম আলাদা হবে। টেইল ল্যাম্পের ডিজাইনও চমক আনবে।      
অন্দরসজ্জা মোটের উপর একরকম হলেও পার্থক্য থাকবে ফিচারের দিক থেকে আলাদা হবে। মনে করা হচ্ছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন থাকবে। সানরুফ (Sunroof), heads up display, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা (360-degree view camera) থাকবে। এছাড়াও দুটি সংস্থার মডেলেই প্রথম সারির অডিও সিস্টেম থাকবে বলে মনে করা হচ্ছে। দুটি মডেলেই ১.৫ লিটারের ইঞ্জিন থাকবে, সঙ্গে থাকবে একটি ইলেকট্রিক মোটর যা শক্তি বাড়াবে। থাকবে একটি ব্য়াটারি প্যাকও। অন্যান্য হাইব্রিড গাড়ির মতোই সেল্ফ চার্জিং ব্যাটারি থাকছে। নতুন দুটি মডেলের ক্ষেত্রেই তাদের সেগমেন্টে অত্যন্ত ভাল মাইলেজ পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।  


কবে প্রকাশ্যে:
আপাতত মনে করা হচ্ছে, জুলাই মাসে প্রকাশ্যে আসতে পারে গাড়িদুটির যাবতীয় তথ্য। উৎসবের মরসুমে লঞ্চ হতে পারে। একাধিক ভ্যারিয়েন্টও থাকবে দেড় লিটার ইঞ্জিনের এই হাইব্রিড মডেলের।


আরও পড়ুন:   আরও দামি রয়্যাল এনফিল্ডের বাইক, কোন মডেলের কত দাম জানেন ?