Share Market Update: মঙ্গলবার দারুণ গতি দেখালেও চলতি বছরে তলানিতেযেতে পারে ভারতীয় শেয়ার বাজার। এমনটাই আশঙ্কা করছেন মার্কিন বাজার বিশেষজ্ঞরা। তবে কি বিশ্ববাজারে জারি থাকবে আর্থিক মন্দা ?


NSE Nifty: নিফটি নিয়ে নেতিবাচক অনুমান এই সংস্থার
ভারতীয় বাজারে মেরুদণ্ড নিফটির সূচক নিয়ে নেতিবাচক বার্তা দিল আমেরিকার ব্রোকারেজ সংস্থা। আমেরিকার ব্রোকারেজ ফার্ম ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ জানিয়েছে চলতি বছরেরে শেষে ১৬,০০০ থাকবে নিফটির সূচক। আগে এই সূচক সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছিল সংস্থা। তারা জানিয়েছিল, ২০২২-এর শেষে ১৭,০০০ পয়েন্টে থাকতে পারে নিফটি। সংস্থার মতে, রেপো রেট বৃদ্ধি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণেই ভারতের বাজার আরও পড়তে পারে। 


Stock Market Update: 'ফ্ল্যাট রিটার্ন' পাবেন বিনিয়োগকারীরা
ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ মঙ্গলবার প্রকাশিত তার রিপোর্টে বলেছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের বাজার ফ্ল্যাট 'রিটার্ন' পাবে। তাই ডিসেম্বরে NSE নিফটির ১৭,০০০ মার্কের আগের অনুমান কমিয়ে এখন ১৬,০০০ করেছে ব্রোকারেজ সংস্থা।


NSE Nifty: ১৩,৭০০ স্তর পর্যন্ত যেতে পারে নিফটি


সবথেকে বড় বিষয়, সংস্থার ধারণা খুব খারাপ পরিস্থিতি হলে, ডিসেম্বর পর্যন্ত নিফটিতে ১৫ শতাংশ পর্যন্ত বড় পতন হতে পারে। সেই ক্ষেত্রে সূচক ১৩,৭০০ পয়েন্টে চলে যেতে পারে। দেশের শেয়ার বাজারের অতীত বলছে, ২০২১-২২ আর্থিক বছরে ১৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে শেয়ার বাজার বন্ধ হয়েছে। ২০২১ সালের ক্যালেন্ডার বছরে ২৪ শতাংশ বৃদ্ধির সাক্ষী থেকেছে বাজার।


Stock Market Update: ১২ লক্ষ কোটি টাকা লাভ 


মঙ্গলবার টানা পতনের পর বাজারে স্বস্তি এসেছে। সেনসেক্স 1344 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। একই সময়ে বিনিয়োগকারীরা 12 লক্ষ কোটি টাকা লাভ করেছে। লেনদেনের পরে সেনসেক্স 2.54 শতাংশ বৃদ্ধির সঙ্গে 54,318.47 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market Update: সেনসেক্সের মার্কেট ক্যাপ কত বেড়েছে ?


স্টক মার্কেটের বৃদ্ধির সঙ্গে BSE তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 12,05,523.65 কোটি টাকা বেড়ে 2,55,55,447.68 কোটি টাকা হয়েছে৷ রেলিগেয়ার ব্রোকিং লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অজিত মিশ্র বলেছেন, "পতনের পাঁচ সপ্তাহ পরে এটি বুলসদের জন্য স্বস্তির বিষয়।" এর সঙ্গে সেনসেক্স সংস্থাগুলির মধ্যে রয়েছে টাটা স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, উইপ্রো, আইসিআইসিআই ব্যাঙ্ক, লারসেন অ্যান্ড টুব্রো, এইচসিএল টেকনোলজিস ও মারুতি শীর্ষ লাভকারী সংস্থা হিসাবে উঠে এসেছে। 


আরও পড়ুন : Demat Account KYC: ৩০ জুনের মধ্যে করতে হবে এই কাজ, না হলে বিপদে পড়বেন আপনি