Reliance Industries : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকার নিয়ে এবার প্রকাশ্য়ে মুখ খুললেন নীতা অম্বানি (Nita Ambani)। কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানির (Mukesh Ambani) স্ত্রী ব্লুমবার্গের (Bloomberg) হাসলিন্ডা আমিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি জানিয়ছেন, তাঁর সন্তান-আকাশ, ইশা ও অনন্তরা নিজেদের আগ্রহ ও আবেগের ভিত্তিতে কোম্পানিতে নিজ নিজ বিভাগ বেছে নেয়।
এই বলেই অবশ্য থেমে থাকেননি নীতা অম্বানি। 'ল্যাটিটিউড' নামের এই শোয়ে তিনি বলেছেন, "তারা যাতে আগ্রহী হয়, তা নিয়েই কাজ করে। আমাকে মাঝে মাঝে তাদের স্বপ্নের উড়ানে পাড়ি দেওয়ার যাত্রা দেখতে হয়। "
বর্তমানে নীতা অম্বানি রিলায়েন্সের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে ব্যবসার পাশাপাশি বাইরেও বড় উদ্যোগে নেতৃত্ব দেন তিনি। এখন ডিজনির সঙ্গে কোম্পানির নতুন যৌথ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। যার লক্ষ্য এশিয়ার বৃহত্তম বিনোদন বাজারে Netflix, Amazon, Sony এর মতো বিশ্বব্যাপী স্ট্রিমিং জায়ান্টদের চ্যালেঞ্জ করা। উপরন্তু তিনি "মেড ইন ইন্ডিয়া", দেশের অলিম্পিক হোস্টিং বিড, অ্যাডভান্স ক্রিকেট এবং জেন্ডার ইকুয়ালিটিকে সাপোর্ট করে এমন উদ্যোগের মাধ্যমে ভারতের বৈশ্বিক প্রোফাইল বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
কোম্পানিতে কে দেখছেন কোন বিভাগ
রিলায়েন্সের নেতৃত্বে বদলের অংশ হিসেবে আকাশ অম্বানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের প্রধান, টেলিকম ব্যবসার তত্ত্বাবধান করছেন তিনি। ইশা অম্বানি রিলায়েন্স রিটেল লিমিটেডের নেতৃত্ব দিচ্ছেন। এখানে অনন্ত অম্বানি গুজরাতের জামনগরে প্রাণীদের জন্য উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করার পাশাপাশি গ্রুপের গ্রিন এনার্জি প্রকল্পগুলির দায়িত্বে রয়েছেন।
ছেলের আড়ম্বরপূর্ণ বিয়ে নিয়ে দিয়েছেন জবাব
ব্লুমবার্গের এই ইন্টারভিউয়ে ছেলে অনন্ত অম্বানির বিলাসবহুল বিয়ে নিয়ে মুখ খুলেছেন নীতা অম্বানি। সেখানেই দিয়েছেন যাবতীয় সমালোচনার জবাব। জমকালো বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে নীতা অম্বানি বলেছেন, সব বাবা-মা তাদের সন্তানদের জন্য সেরাটা দিতে চায়। ওই বিয়ের মাধ্যমে সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে এক মঞ্চে নিয়ে যেতে পেরেছেন তিনি।
আবেগঘন মুহূর্ত...
এই সাক্ষাৎকারেই বিয়ের কোনও হৃদয়ছোঁয়া মুহূর্তের কথা বলতে বলা হয় নীতা অম্বানিকে। যেখানে তিনি বলেন , "আমার ছেলে অনন্ত তার হাঁপানির কারণে খুব অল্প বয়স থেকেই স্থূলতার সঙ্গে লড়াই করছে। সে একজন আত্মবিশ্বাসী বর হিসাবে মঞ্চে উঠে আমাকে বলেছিল-মা, আমি শারীরিকভাবে যেরকম দেখতে সেটা আমি নই, আমি আসলে আমার হৃদয় দিয়ে তৈরি এক মানুষ। এরপরই জীবনসঙ্গীর হাত ধরে থাকতে দেখেছি ওকে। যা আমার মনে হয় মা হিসেবে সবচেয়ে স্পর্শকাতর অনুভূতি।"
PM Kisan Installment Date : পিএম কিষাণের টাকা ঢুকবে এই দিন, ঘোষণা হল তারিখ, এভাবে দেখুন স্ট্যাটাস