নয়া দিল্লি: গ্রাহকদের জন্য এবার বড় স্বস্তি ব্যাঙ্কে। চেক-এর মাধ্যমে যারা পেমেন্ট করে থাকেন, তাদের জন্য বিরাট সুবিধা করে দিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। চেক পেমেন্টের নিয়ম ও প্রক্রিয়া পরিবর্তন করছে আরবিআই।
জানান হয়েছে যে, আগে চেকের মাধ্যমে পেমেন্ট করলে অ্যাকাউন্টে টাকা আসতে দুই থেকে তিন দিন সময় লাগে। কিন্তু, এখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চেকে পেমেন্ট করা টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আরবিআই এর তরফে বলা হয়েছে, ৪ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিয়ম। বর্তমানে, চেক ক্লিয়ার হতে T+1 অর্থাৎ পরবর্তী কর্মদিবস লাগে। যদি চেকটি অন্য ব্যাঙ্কের হয়, তাহলে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখন এই ব্যবস্থা দিনের পরিবর্তে কয়েক ঘন্টার মধ্যে কমিয়ে আনা হবে।
শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দুটি ধাপে CTS ক্লিয়ারিংয়ের বিষয়টি বলবৎ করা হবে। প্রথম ধাপ ২০২৫-এর ৪ অক্টোবর এবং দ্বিতীয় ধাপে ২০২৫-এর ৩ জানুয়ারি নয়া বিধি কার্যকর করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের তরফে সমস্ত ব্যাঙ্ককে তাঁদের গ্রাহকদের চেক ক্লিয়ারেন্সের পরিবর্তিত নিয়ম সম্পর্কে সচেতন করতেও বলা হয়েছে।
আরবিআই জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ব্যাংকগুলি যে চেক গ্রহণ করবে, তা অবিলম্বে ও ধারাবাহিকভাবে স্ক্যান করে ক্লিয়ারেন্সের জন্য পাঠাবে। বর্তমানে, চেক ট্রাঙ্কেশন সিস্টেমে (CTS) চেকগুলিকে ব্যাচে প্রক্রিয়াজাত করা হয়, যা ক্লিয়ারিং করতে এক থেকে দুই দিন সময় লাগে। নতুন সিস্টেমে, চেকটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে ইলেকট্রনিকভাবে পাঠানো হবে এবং সারা দিন ধরে (কন্টিনিউয়াস ক্লিয়ারিং) ক্রমাগত প্রক্রিয়াজাত করা হবে। অর্থাৎ, ব্যাঙ্কিং চলাকালীনই চেক ক্লিয়ারিং অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে।
নতুন নিয়ম অনুসারে, প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে, চেক উপস্থাপনকারী ব্যাঙ্ক গ্রাহককে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদান করবে। সমস্ত সুরক্ষা পরীক্ষা সম্পন্ন হলে অর্থ প্রদানের নিষ্পত্তির এক ঘন্টার মধ্যে এটি করা হবে। অর্থাৎ, আপনি যদি সকালে একটি চেক জমা দেন, তাহলে সম্ভব টাকা ওইদিন বিকেল বা সন্ধ্যার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।