Tech News: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভার্চুয়াল আইডির অনৈতিক ব্যবহার নিয়ে দৃঢ় পদক্ষেপ করল এবার। মূলত ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস লেনদেনের ক্ষেত্রে যে ভার্চুয়াল আইডি তৈরি হয়, তা অথরাইজ করার জন্য তাতে অনুমোদিত (UPI ID) করার জন্য আলাদা ব্যবসায়িক পরিকল্পনা করে থাকে বেশ কিছু ফিনটেক সংস্থা (Fintech Firm)। এবার এনপিসিআই (NPCI) কড়াভাবে সতর্ক করল সমস্ত ফিনটেক সংস্থাগুলিকে যাতে তারা এই ধরনের ইউপিআই আইডি নিয়ে অনৈতিক কাজ করতে না পারে। এমন হলে জরিমানা এবং সেই ফিনটেক সংস্থার অনুমোদনও বাতিল করা হতে পারে বলেই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। এই মর্মে সমস্ত সংস্থাকেই কড়া সতর্কবার্তা পাঠিয়েছে এনপিসিআই।


একইসঙ্গে সদস্য ব্যাঙ্ক এবং থার্ড পার্টি পেমেন্ট অ্যাপস এই বার্তা পেয়েছে এনপিসিআইয়ের পক্ষ থেকে। এই চিঠিতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু কিছু ফিনটেক ফার্ম এমন পরিষেবা দিচ্ছে যেখানে ব্যবসায়িক সংস্থাগুলি তাদের ইউপিআই আইডির মাধ্যমে ব্যবহারকারীদের অনুমোদিত করতে পারে। এই কাজ এনপিসিআই এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতিবিরুদ্ধ। এনপিসিআই সমস্ত ফিনটেক সংস্থাকে এই ধরনের অনৈতিক কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। এখানে বলা হয়েছে ইউপিআই এপিআইগুলি মূলত ইউপিআই পেমেন্টের জন্যই, জালিয়াতি রুখতে ব্যবহারকারীর যাচাইকরণের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে এগুলি ব্যবহার করা যাবে না। এই ধরনের এপিআই কখনই ব্যক্তিগতভাবে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।


এর আগে আইডেন্টিটি ভেরিফিকেশন প্ল্যাটফর্ম, পেমেন্ট এগ্রিগেটর ও অন্যান্য ফিনটেক সংস্থাগুলি ইউপিআই অ্যাপ্লিকেশন প্রসেসিং সফটওয়্যারের লেভারেজে এই ধরনের পরিষেবা দিচ্ছিল। এই এপিআইগুলি ব্যবসায়ীদের সিস্টেম সংহত করতে এবং ইনফরমেশন ফ্লো বজায় রাখতে সাহায্য করবে। এনপিসিআই জানিয়েছে এই ধরনের অনৈতিক কাজ করলে সম্পূর্ণ ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে সেই সংস্থার এবং জরিমানাও দিতে হতে পারে।


ইউপিআই পেমেন্টের জন্য এনপিসিআই নেটওয়ার্ক ব্যবহার করে এই ধরনের প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর, বিকল্প ইউপিআই আইডির মত তথ্য জানতে পারে। এই ধরনের তথ্যগুলি গ্রাহকমুখী ব্র্যান্ডের পক্ষে জালিয়াতি রুখতে এবং গ্রাহকদের অনুমোদন দিতে কাজে আসে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jio Recharge Plan: দীপাবলির অফার ! আরও সস্তায় আনলিমিটেড ৫জি ডেটা দেবে জিও- কত খরচ ?