Stock Market: এক শেয়ারেই বড়সড় ধস। ৪০ হাজার কোটি হারালেন বিনিয়োগকারীরা। আইপিও এসেছিল আগের বছরে। সেই আইপিওর (Ola Electric Share Price) দামের থেকেও ২০ শতাংশ পতন এল এই স্টকে। ভবীশ আগরওয়ালের ওলা ইলেকট্রিক সংস্থার স্টকে পরপর ধস। সংস্থার শেয়ারের দাম সর্বকালীন উচ্চতা থেকে বিপুল পতনে নিচে এসেছে। লিস্টিংয়ের পরে (Stock Market) যেখানে সংস্থার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৬৬ হাজার কোটি টাকা, সেখানে এখন ওলা ইলেকট্রিকের বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকায়।
গত বছর অগাস্ট মাসে বাজারে ৭৬ শতাংশ অগ্রাধিকার নিয়ে আইপিও এনেছিল ওলা ইলেকট্রিক। আর এখন বেশ কয়েক মাস ধরেই প্রতিনিয়ত সেল অফের চাপে রয়েছে এই সংস্থার শেয়ার। মঙ্গলবার অর্থাৎ গতকাল এই শেয়ার এক ধাক্কায় ৩ শতাংশ পড়ে সর্বকালীন নিম্নস্তরে ৫৮.৮৪ টাকায় নেমে এসেছে। সংস্থার রাজস্ব কমে যাওয়া, পরিষেবা নিয়ে হাজারও অভিযোগ, বাজারে বিস্তৃত কারেকশনের জন্য এই ব্যাপক পতন এসেছে ওলা ইলেকট্রিকের শেয়ারে।
গত সপ্তাহে তৃতীয় ত্রৈমাসিকের ফল ঘোষণার সময় এই সংস্থা নেট লোকসানের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করে। ২০২৪ সালে যে লোকসানের অঙ্ক ছিল ৩৬৪ কোটি টাকা, সেখানে তা ২০২৫ অর্থবর্ষে হয়ে গিয়েছে ৫৬৪ কোটি টাকা। ওলা ইলেকট্রিকের অপারেটিং রেভিনিউও অনেকাংশে কমে গিয়েছে। ১২৯৬ কোটি থেকে নেমে এসেছে ১০৪৫ কোটি টাকায়। স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই সংস্থা জানিয়েছে ত্রৈমাসিকে অত্যধিক প্রতিযোগিতামূলক তীব্রতা এবং পরিষেবা সংক্রান্ত প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে।
এর আগে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথিরিটির তরফ থেকে সংস্থাকে একটি শো-কজ নোটিশ পাঠানো হয়েছিল বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং অসৎ বাণিজ্যিক ব্যবহারের কারণে। এই অভিযোগ ঘিরে তদন্ত চলছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stocks to Buy: এই স্টক কেনা থাকলে দুঃসংবাদ ! আন্ডারপারফর্মিং রেটিং দিয়েছে CLSA; বিপুল পতনের ইঙ্গিত