Ola Cabs: ওলা সংস্থার পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। সমাজমাধ্যমে ওলা তাদের ক্যাব চালকদের জন্য একটি ৩০ দিনের পাস (Ola Cabs) চালু করেছে। এই পাস নিলে চালকদের আর সংস্থাকে কোনও কমিশন দিতে হবে না। প্রতিটি টিপের ভাড়া (Ola Zero Commission) থেকে আর কমিশন কাটবে না সংস্থা। ফলে পুরো ভাড়ার টাকাটাই পাবেন চালক। তবে কি ওলা ক্যাবের ভাড়াও কমবে এবার ?
যে সমস্ত চালক এই জিরো কমিশনের মাসিক পাসের সুবিধে পেতে চান তাদের প্রতিদিন সংস্থাকে দিতে হবে ৬৭ টাকা মাত্র, অর্থাৎ এ মাসে ২০১০ টাকা দিলেই জিরো কমিশন নীতির আওতায় পড়বেন এই ক্যাব চালকরা। পাসের মাধ্যমে চালকরা (Ola Cabs) যে ভাড়ায় কমিশন দেবেন না, এর কোনও সীমা ধার্য করা হয়নি বলেই জানা যাচ্ছে সংস্থার তরফে। সম্পূর্ণ ভাড়া দাবি করার সময়ে গাড়ির পছন্দের উপরেও কোম্পানির কোনও বিধিনিষেধ নেই। এই সুবিধে এখন থেকে পাওয়া যাবে ওলা অটো, ওলা বাইক এবং ওলা ক্যাবগুলির চালকদের জন্য।
ভবীশ আগরওয়ালের নেতৃত্বে চালিত এই ওলা সংস্থা (Ola Zero Commission) একটি বিবৃতিতে জানিয়েছে, 'সারা ভারতে এই জিরো কমিশন মডেল চালু করার মাধ্যমে রাইড-হেইলিং ব্যবসার জগতে এক বড় বদল আনা হচ্ছে। এই কমিশন তুলে দেওয়ার মাধ্যমে ড্রাইভার পার্টনারদের আরও বেশি মাত্রায় অংশীদারিত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকী চালকদের আরও অনেক সুযোগ দেওয়া হচ্ছে। এই ক্যাবচালকেরা এই রাইড-হেইলিং ব্যবসার ইকোসিস্টেমের অন্যতম মেরুদণ্ড। তাদের উপার্জনের উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দিলে সারা দেশে আরও উন্নত মানের রাইড হেইলিং নেটওয়ার্ক গড়ে উঠবে'।
ওলা এখন সফটওয়্যার-অ্যাজ-সার্ভিস ভিত্তিক ব্যবসায়িক মডেল অনুসরণ করে যা ইতিমধ্যেই রাপিডোর মত সংস্থাগুলি গ্রহণ করেছে। সেখানে চালকেরা তাদের আয়ের ১০০ শতাংশ ধরে রাখার জন্য সাবস্ক্রিপশন ফি জমা করে থাকে।' রাপিডো অটো চালকেরা দিনে ৯ টাকা থেকে ২৯ টাকা পর্যন্ত সাবস্ক্রিপশন দিয়ে থাকে। তে কতগুলি রাইড তারা দিনে সম্পূর্ণ করবেন এর কোনও নির্ধারিত মাত্রা নেই। একেক শহরের জন্য আবার একেক রকম সাবস্ক্রিপশন ফি রয়েছে। তবে যদি সেই ক্যাব চালক মাসে ১০ হাজারের বেশি আয় করেন তাহলেও তাঁকে ৫০০ টাকাই মাত্র দিতে হবে মাসিক সাবস্ক্রিপশন হিসেবে।