নয়াদিল্লি: আজ লঞ্চ হতে চলেছে ওপো-র নতুন দু’টি স্মার্টফোন। অন্যান্য কোম্পানির তুলনায় স্মার্টফোন ব্য়বহারকারীদের মধ্যে ওপো ব্র্যান্ডের যে বেশ একটা চাহিদা রয়েছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে যে সমস্ত ব্যবহারকারীরা স্মার্টফোনে ক্য়ামেরার কোয়ালিটি উন্নত চান, তাঁরা ওপোর স্মার্টফোন ব্যবহার করতে বেশ পছন্দই করেন। তাই যাঁরা ওপোর স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর। আজ ভারতীয় সময় দুপুর ৩টেয় লঞ্চ হতে চলেছে ওপোর স্মার্টফোন ওপো রেনো সিক্স এবং রেনো সিক্স প্রো। জানা যাচ্ছে, ওপোর রেনো সিক্স সিরিজের ফোন দুটিই পাওয়া যাবে ফ্লিপকার্টে।


এক ঝলকে দেখে নিন কী কী ফিচার রয়েছে ওপো রেনো সিক্স (Oppo Reno 6) স্মার্টফোনটিতে-
১. ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে
২. ৮ জিবি RAM
৩. ফাইভ জি
৪. ১২৮ জিবি স্টোরেজ
৫. রিয়ার ক্যামেরার মধ্যে ৬৪ মেগাপিক্সেল সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে
৬. ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা


এক ঝলকে দেখে নিন কী কী ফিচার রয়েছে ওপো রেনো সিক্স প্রো (Oppo Reno 6 Pro) স্মার্টফোনটিতে-
১. ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে
২. রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে - ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল
৩. ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৪. ১২ জিবি RAM
৫. ২৫৬ জিবি স্টোরেজ


শোনা যাচ্ছে, ওপো রেনো সিক্স প্রো স্মার্টফোনটির দাম হতে পারে ৪২ হাজার ৯৯৯ টাকা বা ৪৩ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি এমনও জানা যাচ্ছে যে, ওপো রেনো সিক্স প্রো ফোনটির সঙ্গে চার্জার, ইউএসবি কেবল, ইয়ারফোন, প্রোটেকটিভ কেস এবং সিম ইজেক্টর টুল এবং অবশ্যই সেফটি গাইড থাকবে। ইউটিউবে এখন থেকেই ওপোর নতুন স্মার্টফোন সংক্রান্ত বেশ কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন। ব্যস, তাহলে অপেক্ষার আর মাত্র বাকি কয়েকটা ঘণ্টা। তারপরই যে কোনও সময়ে আপনার হাতে চলে আসতে পারে ওপোর দুর্দান্ত ফিচার সম্পন্ন স্মার্টফোন।