Permanent Account Number: আধার কার্ডের পাশাপাশি আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই কার্ড। পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বরের (PAN Card)-এর গুরুত্ব বুঝতে শিখেছে দেশবাসী।বর্তমানে আয়কর রিটার্ন দাখিল, সম্পত্তি কেনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কাজে লাগে এই কার্ড।


PAN Card News: প্যান কার্ড নিয়ে কী সমস্যা ?
প্যান কার্ডের গুরুত্ব বুঝলেও অনেকেরই হাতে আসেনি এই নতুন কার্ড। মহামারী শুরু হওয়ার পর থেকে অনেকের ১৮ বছর পেরিয়ে গেলেও PAN Card হাতে পাননি। এই পরিস্থিতিতে আয়কর দফতর মানুষকে অনলাইনে ই-প্যান কার্ড পাওয়ার সুবিধা করে দিয়েছে।আজকাল ই-প্যান কার্ড করা খুবই সহজ। প্যান কার্ড ছাড়া অনেক বিষয়ে সমস্যায় পড়তে হবে আপনাকে। 


PAN Card Update: প্যান কার্ড ছাড়া এই কাজগুলি পরিচালনা করতে সমস্যা হতে পারে-


২.৫ লাখের বেশি লেনদেনের জন্য আপনার প্যান কার্ড প্রয়োজন৷


ব্যবসায় ৫ লক্ষের বেশি টার্নওভারহলে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক৷


মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা বিনিময় ইত্যাদি সব ক্রিয়াকলাপের জন্য প্যান প্রয়োজন।


শেয়ার বাজার, বন্ডে বিনিয়োগ করতে PAN প্রয়োজন।


১ লাখ টাকার বেশি শেয়ারের জন্য প্যান প্রয়োজন।


আপনি যদি ২ লক্ষ টাকার বেশি মূল্যের গয়না কেনেন, তবে আপনার প্যান কার্ড থাকতেই হবে৷


১০ লক্ষ টাকার বেশি সম্পত্তি বিক্রির জন্য প্যান কার্ড আবশ্যিক৷


৫০,০০০ টাকার উপরে বিমা পলিসির জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক৷


গাড়ি, বাইকের মতো যানবাহন কেনা-বেচা করার জন্য প্যান কার্ড প্রয়োজন৷


 


e-Pan Card: ই-প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন ?


1. আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ ক্লিক করুন।


2. এর পর আধারের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান-এ ক্লিক করুন।


3. Get New PAN বিকল্পে যান।


4. এর পরে আপনার সামনে একটি পৃষ্ঠা খুলবে যেখানে আধার বিবরণ পূরণ করুন।


5. এবার ক্যাপচা কোড লিখুন।


6. এখানে আপনাকে ওটিপি দিতে হবে।


7. এই পর্বে আধারের বিবরণ যাচাই করুন।


8. এবার ই-মেইল আইডি লিখুন। 
9 এখানে এসে আপনাকে আধারের ই-কেওয়াইসি ডেটা ই-প্যানে ট্রান্সফার করতে হবে। 
10 এর পরে ১০ মিনিটেই আপনি ই-প্যান পেয়ে যাবেন।


11. শেষে PDF ফরম্যাটে এই কার্ড ডাউনলোড করুন। এটি ডাউনলোড করতে, পাসওয়ার্ডে আধার নম্বর এন্টার করে প্যান কার্ড ডাউনলোড করুন।



 


আরও পড়ুন : TDS Update: ৩১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ, না হলে ১ লক্ষ টাকা জরিমানা