কলকাতা: সব ঠিক থাকলে সামনের বছরের প্রথম দিকেই হতে পারে লোকসভা নির্বাচন (Parliament Election 2024)। কেন্দ্রের মসনদে কে বসবে তা নিয়ে হবে হাড্ডাহাড্ডি লড়াই। কী হতে পারে, কোন দিকে যেতে পারে পরবর্তী সরকারের গতিপ্রকৃতি তা নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের সরকারের সঙ্গে যেহেতু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত (Economic Decision) জড়িয়ে থাকে, তাই ব্যবসায়ী ও বিনিয়োগমহলেরও কড়া নজর থাকে এর উপর। কিছু রিপোর্ট বলছে, এখনও যা পরিস্থিতি তাতে সামলের লোকসভা নির্বাচনেও মসনদে ফের ফিরতে পারে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। সম্প্রতি তিনটি বড় রাজ্যে বিপুল ভোটে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছে সেই ধারা বজায় রেখেই ফের মসনদে ফিরতে পারে বিজেপি। সেক্ষেত্রে অর্থনীতি-বাণিজ্য সংক্রান্ত নিয়ম-নীতিও বিশেষ বদল হবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তা হলে দীর্ঘমেয়াদি অগ্রগতির সামনে বাধা অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে। এমনটাই ভেবেছে বহুজাতিক ক্রেডিট রেটিং এজেন্সি (Credit Rating Agency) ফিচ রেটিং (Fitch Ratings)
২০২৪ সালে এপ্রিল-মে মাসে হতে পারে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। Fitch Ratings-এর মতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারই ক্ষমতায় ফিরতে পারে। এমনটা হলে নীতি-সংক্রান্ত সিদ্ধান্তগুলির ক্ষেত্রেও বাধা আসবে না বলে মনে করছে ক্রেডিট রেটিং সংস্থা। তবে কত আসনে জয় (Majority) হবে তা শাসকের সংস্কারের সিদ্ধান্তকে (Reform Agenda) প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
ফিচ রেটিং এটাও বলেছে যে এশিয়ায় রাজনৈতিক উত্থান-পতন খুব একটা দেখা যাবে না। বাংলাদেশেও (Bangladesh Government) বর্তমান সরকারই ফের ক্ষমতায় ফিরতে পারে বলে মনে করছে তারা।
একই ইঙ্গিত দিয়েছে জাপানের বৃহত্তম বিনিয়োগ ও আর্থিক সংস্থা নোমুরা (Nomura)। তারাও মনে করছে আগামী লোকসভা নির্বাচনে ফের মসনদে ফিরতে পারে বিজেপি। সম্প্রতি ৩ টি রাজ্যের বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ জয়ে বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন বলে মনে করা হচ্ছে। ওই রাজনৈতিক ঘটনার জেরে লোকসভা নির্বাচনের ফল নিয়ে সংশয়ও অনেকটা কেটে গিয়েছে। ফলে ভোটের ফল প্রকাশের পরেই দ্রুত উপরে উঠেছিল ভারতীয় (Indian Stock Market) শেয়ার বাজারের সূচক (Bullish Market)।
abplive-কে MK Global-এর মুখ্য় অর্থনীতিবিদ মাধবী অরোরার জানিয়েছেন, বিজেপি সরকার ক্ষমতা ফিরলে দীর্ঘমেয়াদি অগ্রগতিই (Long Term Growth) শুধু নিশ্চিত হবে তা নয়, নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়াও জারি থাকবে।
আরও পড়ুন: মণীশ মলহোত্রর হাতে তৈরি Air India-র নয়া পোষাক! দেখলে চমক লাগবেই