Passport New Facility: এখন আরও সহজে সম্পূর্ণ হবে পাসপোর্টের যাচাই পদ্ধতি। সম্প্রতি পাসপোর্ট নিয়ে বড় ঘোষণা করেছে সরকার। জেনে নিন, আরও কী সুবিধা পাবেন আপনি।
Passport Verification: মাত্র ৫ দিনেই পাসপোর্ট যাচাই
পাসপোর্ট করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন পরিষবা শুরু করেছে সরকার। এমপাসপোর্ট পরিষেবা নামে একটি নতুন সুবিধা চালু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আওতায় এখন মাত্র ৫ দিনে পাসপোর্ট ভেরিফিকেশন সম্ভব হবে। আগে পাসপোর্ট যাচাইয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো আবেদনকারীদের। কিন্তু এখন এই সুবিধা এক সপ্তাহেরও কম সময়ে সম্পন্ন হবে।
Passport New Facility: তবে মনে রাখবেন, এই সুবিধা একন কেবল দিল্লিতে বসবাসকারী মানুষদের জন্যই দেওয়া হচ্ছে। আগে এই সুবিধার আওতায় ১৫ দিন অপেক্ষা করতে হতো। এই পরিষেবার সাহায্যে, দিল্লিতে বসবাসকারী ব্যক্তিরা তাদের মোবাইল, কম্পিউটার ও ট্যাবলেটের সাহায্যে পাসপোর্ট যাচাইকরণ করতে পারবেন। তবে মনে করা হচ্ছে, আগামী দিনে চার মহানগর ছাড়াও অন্যন্য় শহরে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
Passport Verification: এই বৈশিষ্ট্যটি আপনার কাজকে আরও সহজ করে তুলবে
পিটিআই রিপোর্ট অনুসারে, গড়ে প্রায় ২০০০ আবেদনকারী প্রতিদিন পাসপোর্ট পান। G20 শীর্ষ সম্মেলনের আগে এই পরিষেবা অনেকটাই আবেদনকারীদের সুবিধা করে দেবে। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের সামনে পাসপোর্ট যাচাইয়ের চ্যালেঞ্জ সহজ হবে। মানুষকে দীর্ঘ সময় পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না।
Passport Verification: কীভাবে অনলাইনে পাসপোর্ট ভেরিফিকেশন হবে
প্রথমত, আপনাকে পাসপোর্ট সেবা পোর্টালে রেজিস্টার করতে হবে।
এর পরে আপনাকে এটিতে লগইন করতে হবে।
এবার আপনাকে "পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করুন"-এর জায়গায় যেতে হবে।
নতুন পৃষ্ঠায় সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে, তারপরে আপনি টাকা ও পরবর্তী ধাপে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন
একবার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়ে গেলে প্রিন্টআউটটি ডাউনলোড করুন ও আপনার সঙ্গে নিয়ে যান।
সব নথি সহ আপনাকে এখন স্থানীয় পাসপোর্ট কেন্দ্রে যেতে হবে, যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে।
Passport New Facility: পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়
পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি, যা শুধু বিদেশ যাওয়ার জন্য নয়, অন্যান্য কাজেও ব্যবহৃত হয়। আপনি পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও অন্যান্য কাজেও পাসপোর্ট ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন : SBI FD Rate Hike: ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, কত হল নতুন রেট ?