ED Notice To Paytm : এবার আতঙ্কে পেটিএমের (Paytm) বিনিয়োগকারীরা (Investment)। সোমবারই হতে পারে বড় অঘটন ? কারণ কোম্পানির বিরুদ্ধে নিয়ম না মানার নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)।


কারণ দর্শানোর নোটিসে কী বলেছে ইডি
ভারতের ডিজিটাল পেমেন্ট তথা আর্থিক পরিষেবা সংস্থা পেটিএম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে (FEMA) নিয়ম লঙ্ঘনের অভিযোগে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ED) থেকে কারণ দর্শানোর নোটিস পেয়েছে৷ এক্সচেঞ্জ ফাইলিংয়ে বলা হয়েছে, এই নোটিশ নির্দিষ্ট বিনিয়োগ লেনদেনের ক্ষেত্রে দুটি সহায়ক সংস্থা - লিটল ইন্টারনেট প্রাইভেট লিমিটেড (LIPL) এবং Nearbuy India Private Limited (NIPL) অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে কোম্পানিকে পাঠানো হয়েছে।


কী বলেছে কোম্পানি
এই নোটিসের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে কোম্পানি। যেখানে বলা হয়েছে, "আমরা আপনাকে জানাচ্ছি- কোম্পানির 28 ফেব্রুয়ারি, 2025 তারিখে একটি কারণ দর্শানোর নোটিস পেয়েছে।  এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে এই নোটিস পাঠানো হয়েছে। এটি 2015 থেকে 2019 সাল পর্যন্ত কোম্পানির "FEMA"-এর নির্দিষ্ট কিছু বিধানের লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এর দুটি সাবসিডিয়ারি "ইন্টারনেট লিমিটেড" ও লিটল প্রিডিঅরি (ইন্টারনেটের লিটল লিভ) অধিগ্রহণের ক্ষেত্রে এই নোটিস পাঠানো হয়েছে। মনে রাখতে হবে তখন ওই দুই কোম্পানি আমাদের সহায়ক বা সাবসিডিয়ারি সংস্থা ছিল না।"


Paytm আইনি পরামর্শ নিচ্ছে
Paytm জানিয়েছে, বিষয়টি আইন অনুসারে সমাধান করার দিকে নজর দিচ্ছে সংস্থা। এর জন্য Paytm-এর পরিষেবাগুলিতে তার গ্রাহক ও ব্যবসায়ীদের ওপর এই বিষয়টির কোনও প্রভাব পড়বে না। কোম্পানির পরিষেবা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর থাকছে। কোম্পানি প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি সমাধান করার চেষ্টা করছে। এতে কোম্পানি প্রয়োজনীয় আইনি পরামর্শ নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। 


গত বছর অক্টোবর মাসে নতুন গ্রাহক নেওয়ার জন্য মিলেছিল অনুমোদন। পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনুমোদন পেয়েছিল গত বছরেই। এবার থেকে পেটিএম তার সঙ্গে নতুন ইউপিআই ব্যবহারকারী জুড়তে পারবে।


অনেক মাস আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়েই নিষেধাজ্ঞা আরোপ করেছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে। সেই কারণে সংস্থার ব্যবসা বহুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠে মিলল বড় স্বস্তি। এনপিসিআই সম্প্রতি পেটিএম লিমিটেডের সিইও এবং চিফ এক্সিকিউটিভ বিজয় শেখর শর্মাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে এনপিসিআই-এর প্রধান দিলীপ অ্যাসবে জানান যে পেটিএম এবার থেকে নতুন ইউপিআই গ্রাহকদের নিজের প্ল্যাটফর্মে জুড়তে পারবে।


EPF Interest Rates: EPF-এ নতুন সুদের হার ঘোষণা, এবার কর্মীরা পাবেন কত ইন্টারেস্ট ?