Job Cuts: পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন এবার বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে। এই বছরই কর্মীদের (Paytm Layoff) বেতনের খাতে বিপুল হারে খরচ কমাতে চাইছে ওয়ান ৯৭ কমিউনিকেশন (One 97 কমিউনিকেশনস)। এই সংস্থার তাঁর মোট কর্মীদের মধ্যে ১৫-২০ শতাংশ কর্মীকে এবার বাদ দিতে চলেছে। এর ফলে সূত্রের খবর অনুসারে পুরো সংস্থায় ৫০০০ থেকে ৬৩০০ জন কর্মী কাজ হারাবেন। এর কারণ সংস্থার মোট খরচের থেকে বছরে ৪০০-৫০০ কোটি টাকা খরচ কমাতে চাইছে ওয়ান ৯৭ কমিউনিকেশনস।


পেটিএমে এখন কতজন কাজ করেন


২০২৩-২৪ সালে ওয়ান ৯৭ কমিউনিকেশন (Paytm Layoff) সংস্থায় কাজ করতেন ৩২,৭৯৮ জন কর্মী যারা ছিলেন পে-রোলে এবং তাঁর সঙ্গে ২৯,৫০৩ জন কর্মী এর মধ্যে সক্রিয়ভাবে কাজ করতেন। ২০২৪ সালে এসে কর্মীদের বেতন খাতে খরচ ইয়ার অন ইয়ার বেসিসে ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৩১২৪ কোটি টাকা।


কবে থেকে শুরু হবে কর্মী ছাঁটাই


ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের (Paytm Layoff) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে এই সংস্থা ১০০০ জন কর্মীকে ইতিমধ্যেই ছাঁটাই করেছে। অপারেশনস স্ট্রিমলাইনিং এবং খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে পেটিএম তথা এর মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস।


পেটিএমের ত্রৈমাসিকের ফল


২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে পেটিএমের। এই ফলাফলে দেখা যাচ্ছে সংস্থার ৫৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষেও এই সংস্থার একই ত্রৈমাসিকে ১৬৮ কোটি টাকা ক্ষতি হয়েছিল। অপারেশনস (One 97 কমিউনিকেশনস) থেকে সংস্থার যে রেভিনিউ আসে তা কমে যায় ৩ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই অপারেশনস থেকে রেভিনিউ কমে হয় ২২৬৭ কোটি টাকা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই এই সঙ্কটে পড়েছে সংস্থা।


পেটিএমের ভবিষ্যৎ নিয়ে কী জানান বিজয় শেখর শর্মা


পেটিএমের তরফে বিজয় শেখর শর্মা রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা ও নিষেধাজ্ঞার ফলে সংস্থার রেভিনিউ ও অপারেশনসের উপর প্রভাব নিয়ে জানান, আমরা নিজেদের আরও উন্নত করতে, অনেক কিছু শিখেছি, ধাক্কা খেয়েছি। আমরা ভবিষ্যতে নিয়ন্ত্রকের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলব'।  


আরও পড়ুন: Ather Rizta scooter: অন্যদের থেকে আলাদা, এথার রিজতায় আছে এই সেরা ৫ বৈশিষ্ট্য