Google Play Alert: গত দু-দিন ধরেই বহু মানুষের কাছে ইমেলে এবং মেসেজে একটি বার্তা আসছে গুগল প্লে-র পক্ষ থেকে। এই বার্তায় লেখা রয়েছে যে গুগল প্লে তাদের ইউপিআই হ্যান্ডল বদল করছে আর এই বার্তাকে ঘিরেই ব্যবহারকারীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ এই বিজ্ঞপ্তি আদপে ছিল অসম্পূর্ণ আর তাই তা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে গতকাল শুক্রবারই পেটিএমের পক্ষ থেকে সমস্ত গ্রাহক ব্যবহারকারীদের উদ্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে কী বলতে চাওয়া হয়েছে গুগল প্লে-র বার্তায়।
বিজয় শেখর শর্মার নেতৃত্বে পেমেন্ট ও ফিনটেক সংস্থা জোর দিয়ে বলেছে যে পেটিএম-এ ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারীদের কোনও বাধা থাকবে না। গ্রাহক ও মার্চেন্ট উভয় লেনদেনই নির্বিঘ্নে চলবে, এই বার্তাই দেওয়া হয়েছে গুগল প্লে-র তরফ থেকে। পেটিএম স্পষ্ট করেছে যে তাদের আপডেটটি শুধুমাত্র সাবস্ক্রিপশন বিলিংয়ের মত রেকারিং পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
পেটিএম একটিও বিবৃতিতে জানিয়েছে যে, ‘এর অর্থ হল যদি কোনও ব্যবহারকারী বা গ্রাহক ইউটিউব প্রিমিয়াম বা গুগল ওয়ান স্টোরেজের জন্য অথবা পেটিএম ইউপিআই-এর মাধ্যমে কোনও রেকারিং প্ল্যাটফর্মের টাকা পেমেন্ট করেন, তাহলে তাদের কেবল পুরনো পেটিএম হ্যান্ডলটি তাদের ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত নতুন হ্যান্ডলে পরিবর্তন করে নিতে হবে। এই নতুন হ্যান্ডলগুলির মধ্যে স্বীকৃত থাকবে @pthdfc, @ptaxis, @ptyes এবং @ptsbi।’
উদাহরণস্বরূপ যদি একটি ইউপিআই আইডি rajesh@paytm হয় তাহলে এখন থেকে এই আইডি হয়ে যাবে rajesh@pthdfc বা rajesh@ptsbi এইরকম। তবে এককালীন ইউপিআই পেমেন্ট প্রভাবিত হবে না এর কারণে। স্বাভাবিক নিয়মেই চলতে থাকবে এই এককালীন ইউপিআই পেমেন্ট। পেটিএম উল্লেখ করেছে যে এই বদলটি ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন থেকে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন প্রদানকারী হিসেবে কাজ করার অনুমোদনের পরে নতুন ইউপিআই হ্যান্ডলে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রাহকদের আশ্বস্ত করে পেটিএম জানিয়েছে যে এটি একটি সহজ আপডেট যাতে নিরবিচ্ছিন্ন পুনরাবৃত্ত অর্থপ্রদান নিশ্চিত করা যায়। যখন অ্যাপে অন্যান্য সমস্ত ইউপিআই লেনদেন কোনও বদল ছাড়াই চলতে থাকে।
পেটিএম ব্যবহারকারীদের এখন কী করা উচিত ?
@paytm ইউপিআই হ্যান্ডলের মাধ্যমে রেকারিং পেমেন্ট করা গ্রাহকরা নিচের যে কোনও একটি কাজ করতে পারেন।
রেকারিং পেমেন্টগুলি তাদের ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা একটি নতুন Paytm UPI আইডিতে আপডেট করুন।
Google Pay বা PhonePe এর মতো অন্যান্য UPI প্ল্যাটফর্মে পেমেন্ট করুন।
রেকারিং পেমেন্টের জন্য ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করুন।