আপনি যখন মধ্য তিরিশ বা চল্লিশের কোঠায় পৌঁছবেন, আপনার আর্থিক অগ্রাধিকার প্রাধান্য পাবে। তখন শুধু আর আপনি আয় করছেন না, আর্থিক স্থিতিশীলতা, বৃদ্ধি, এবং আরামদায়ক এক ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করছেন। তা সে আপনার পরিবারের কল্যাণ নিশ্চিত করাই হোক, জীবনের অনিশ্চয়তামূলক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাই হোক আর অবসরের পরে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করাই হোক, স্মার্ট এক বিনিয়োগ বিকল্পই সবকিছু বদলে দিতে পারে।   


আর এখানেই HDFC Life সঞ্চয় পার অ্যাডভান্টেজের মতো বিকল্পটি সাহায্য করতে পারে। কেরিয়ারের মাঝামাঝি যাঁরা রয়েছেন, বিশেষ করে তাঁদের জন্য এই প্ল্যানটি কার্যকর হতে পারে। যাঁরা একইসঙ্গে বৃদ্ধি ও নিরাপত্তা দুইই চান, তাঁরা এই প্ল্যানটির মাধ্যমে নিজেদের জীবনযাত্রার ধারা না বদলে অতিরিক্ত বিনিয়োগ করতে পারবেন।  


কেরিয়ারের মধ্য-দশায় যাঁরা, তাঁদের কেন শক্তিশালী সঞ্চয় প্রকল্প প্রয়োজন ?


কেরিয়ারের এই স্তরে, পেশাদাররা জীবনের একাধিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে থাকেন- যেমন, বাচ্চার পড়াশোনা, গৃহঋণ, অবসরকালীন পরিকল্পনা, এবং বর্তমান জীবনযাত্রা বজায় রাখা। এই অবস্থায়, এমন একটি সঞ্চয় প্রকল্প, যা আপনাকে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সুবিধা দিতে পারে, আপনার আর্থিক পোর্টফোলিওতে গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।  


HDFC Life সঞ্চয় পার অ্যাডভান্টেজ কেন আলাদা :  


 



  1. বৃদ্ধির সঙ্গে স্থিতিশীলতা : বাজারের অস্থিরতা ও আর্থিক ওঠাপড়া যে কোনও সময় আসতে পারে, তাই এমন এক পরিকল্পনা থাকা দরকার, যাতে দৃঢ় রিটার্নের ব্যবস্থা থাকা জরুরি। এই প্ল্যানটি আপনার সঞ্চয়কে বাড়াতে সহায়তা তো করেই, সঙ্গে গ্যারান্টি সুবিধা সহযোগে আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। 

  2. জীবনের প্রয়োজনীয় মুহূর্তে আর্থিক স্বাচ্ছন্দ্য : অপ্রত্যাশিত খরচ, বা জীবনযাত্রা চলাকালীন নানা আশা-আকাঙ্খার জন্য প্রয়োজনীয় অর্থের কারণে আপনার সঞ্চয় যেন ব্যাহত না হয়। আপনার আর্থিক লক্ষ্যমাত্রা ছোট হোক বা বড়, তা যেন সাধ্যের মধ্যে থাকে আর নিয়মিত পে আউট অ্যাকউন্টে আসতে থাকে।

  3. আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা : আপনার পরিবারের আর্থিক সুরক্ষা  নিশ্চিত করা অগ্রাধিকার। এই প্ল্যানটি শুধুমাত্র আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে সাহায্য করে তাই নয়, বরং লাইফ কভারও প্রদান করে। আর্থিক সুরক্ষা জালের মধ্যে রাখে আপনার পরিবারকে।


HDFC Life সঞ্চয় পার অ্যাডভান্টেজের মূল সুবিধাগুলি : 


কেরিয়ারের মধ্যদশায় রয়েছেন, এমন পেশাদার, যাঁরা একইসঙ্গে বৃদ্ধি ও নিরাপত্তা দুইই চান, তাঁদের জন্য এই প্ল্যানটি কী কী দেয় :




    1. তাৎক্ষণিক আয়ের বিকল্প : শিশুর পড়াশোনা থেকে অন্যান্য খরচ চালানো, বা ব্যক্তিগত আশা-আকাঙ্খা পূরণ, নিজের প্রয়োজন মতো আয় আপনি পেতে শুরু করবেন।   

    2. গোটা লাইফ কভার + জীবনভর আয় : এই প্ল্যানটি নিশ্চিত করে, আপনি এবং আপনার পরিবার আজীবন আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতাও পাবেন।



কেরিয়ারের মধ্য-অবস্থায় থেকে নিজের আর্থিক লক্ষ্যমাত্রা অনুযায়ী বুদ্ধিদীপ্ত বিনিয়োগের বিকল্প বেছে নেওয়ার থেকে ভাল কিছু হতে পারে না। HDFC Life সঞ্চয় পার অ্যাডভান্টেজের সাহায্যে, বৃদ্ধি এবং নিরাপত্তা - এই দুই গুরুত্বপূর্ণ ধাপেই সেরাটা পেতে পারবেন আপনি। বাঁচতে পারবেন, নিজের ছন্দে, নিজের পছন্দমতো। 



ডিসক্লেমার : This article is a featured article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live do not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article/advertisement and/or views expressed herein. Reader discretion is advised.