Adani Group Crashes: এবার ধস নামল আদানি গ্রুপের শেয়ারে। সম্প্রতি স্টক মার্কেটে 200 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটেশন অর্জনের জন্য দেশের তৃতীয় গ্রুপে পরিণত হয়েছিল এই গোষ্টী। যদিও এই বিশাল সুনাম থাকা সত্ত্বেও বৃহস্পতিবার বিকেলে আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক প্রফিট বুকিং দেখা গেছে। শেয়ার বাজারে পতন হয়েছে কোম্পানির তালিকাভুক্ত ৭টি শেয়ারেরই। এই বড় পতনের পিছনে সেনসেক্স 575 ও নিফটি 168 পয়েন্ট নিচে বন্ধ হওয়াকেই দায়ী করছে বিনিয়োগকারীরা। 


Adani Group Crashes: বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারের দাম কমেছে


আদানি গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে আদানি টোটাল গ্যাসের শেয়ারের দামে। এটি 6.87 শতাংশ পতনের সাথে 2362 টাকায় বন্ধ হয়েছে। তাই Aodalog UdootNi Enterprises 4.03 শতাংশ কমে 2099 টাকায় বন্ধ হয়েছে। গত কয়েকদিন ধরে আদানি পাওয়ার ও আদানি উইলমারের বৃদ্ধিতে ব্রেক লাগানো হয়েছিল। আর উভয় কোম্পানির শেয়ার দর ৪.৯৮ শতাংশ ও ৪.৯৯ শতাংশে বন্ধ হয়েছে। উভয় শেয়ারই একটি লোয়ার সার্কিটে ছিল। এদিনই আদানি পোর্টের শেয়ার 3.82 শতাংশ কমেছে। আদানি ট্রান্সমিশনের শেয়ার 1.38 শতাংশ ও আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম 1.43 শতাংশ কমেছে।


Adani Group Crashes: আদানি গোষ্ঠীর শেয়ার প্রচুর অর্থ উপার্জন করেছে


গত বেশ কয়েক বছর ধরেই আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক উত্থান ঘটেছে। গত এক বছরে, আদানি পাওয়ারে 157 শতাংশ, আদানি টোটাল গ্যাসে 50 শতাংশ, আদানি গ্রিন এনার্জিতে 67 শতাংশ, আদানি ট্রান্সমিশনে 51 শতাংশ, আদানি পোর্টস ও আদানি এন্টারপ্রাইজে 17 শতাংশ বেড়েছে। একই সময়ে, এই বছর তালিকাভুক্ত আদানি উইলমারের স্টক 180 শতাংশ বেড়েছে।আদানি উইলমারের স্টক গত 8 ফেব্রুয়ারি 2022-এ বাজারে তালিকাভুক্ত হয়েছিল। প্রথমে শেয়ারের দাম IPO মূল্য 230 টাকার নিচে নেমে যায়। যদিও এরপর থেকেই শেয়ারে দারুণ গতি দেখা যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও, ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণে আদানি উইলমারের মজুদ বাড়তে থাকে। সংস্থাটি রান্নার তেল ও অন্যান্য এফএমসিজি পণ্যের ব্যবসা করে ।